আমাদের কথা খুঁজে নিন

   

যারা রবীন্দ্রনাথের গান শোনেন ...

চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারি প্রকাশিত হল স্নেহাশিস বন্দ্যোপাধ্যায়ের বহু প্রতীক্ষিত রবীন্দ্রনাথের গানের অ্যালবাম ‘ধরা দিয়েছি গো’। ভরাট ব্যারিটোন ভয়েসে স্নেহাশিস গেয়েছে দশটি পরিচিত রবীন্দ্রসঙ্গীত। প্রথমটি ‘মায়াবন বিহারিণী’, বহুশ্রুত, চিন্ময় চট্টোপাধ্যায়ের মত গায়কের কন্ঠে এটি লিজেন্ড, তাই নতুন গায়কের কাছে বেশ চ্যালেঞ্জিং। স্নেহাশিস সাহসভরে গেয়েছেন, একটু কম লয়ে, এবং সসম্মানে উত্তীর্ণ। দ্বিতীয় গান ‘বাদল দিনের প্রথম কদম ফুল’, মীড়ের কাজে স্নেহাশিস এখানে অসাধারণ।

একটু ধীর লয়ের গানেই স্নেহাশিস এই অ্যালবামে বিচরণ করা বেশি পছন্দ করেছেন। তৃতীয় গান ‘এমনি করেই যায় যদি দিন’ আর চতুর্থ গান ‘ আমার যাবার বেলায়’ – দুটিতেই ধীর লয়ে মগ্ন গভীরতায় আমাদের নিয়ে যান তিনি। পঞ্চম গান ‘ ধরা দিয়েছি গো আমি আকাশের পাখি’ গানটিকে নাটকীয় ভঙ্গীতে অনবদ্য পরিবেশনে জনপ্রিয়তা দিয়েছিলেন প্রখ্যাত পীযূষকান্তি সরকার। স্নেহাশিস এর গায়ন পীযূষকান্তির গান শোনার স্মৃতি ফিরিয়ে দেয়। ষষ্ঠ গান ‘এই করেছ ভালো’ বহুশ্রূত রবীন্দ্রসঙ্গীত।

স্নেহাশিস নতুন কোন নিরীক্ষায় না গিয়ে পরিচিত আদলেই গানটি গেয়েছেন। সপ্তম গান ‘ভালোবাসি ভালোবাসি’ খোলা মাঠে দাঁড়িয়ে দিগন্তে হারিয়ে যাওয়ার আহ্বান যেন। এই অ্যালবামে সম্ভবত শ্রেষ্ঠ গায়ন মুহূর্তটি এখানেই স্নেহাশিস স্পর্শ করেছেন। অষ্টম গান ‘সেদিন দুজনে’ আবারো চিন্ময় চট্টোপাধ্যায়ের কন্ঠে লিজেন্ড হয়ে থাকা আরেকটি গান। স্নেহাশিস পরিচিত সেই লয়টি এখানে রক্ষা করেছেন।

নবম গান ‘মনে রবে কিনা রবে আমারে’। অপেক্ষাকৃত দ্রুত লয়ের গানেও যে তিনি সমান স্বচ্ছন্দ স্নেহাশিস এখানে তার প্রমাণ রেখেছেন। অ্যালবামের শেষ গান ‘নীল দিগন্তে’। আবারো একটি দ্রুত লয়ের গান এবং স্নেহাশিস আবারো খুব শ্রুতিমধূর। গোটা অ্যালবামটি ভরাট কন্ঠের এই গায়কের গায়নের সঙ্গে অনবদ্য বাদন অভিজ্ঞতায় সমৃদ্ধ।

মিউজিক অ্যারেঞ্জমেন্ট এ রয়েছে আধুনিক ও ঐতিহ্যর অসামান্য মিশেল। অসাধারণ অ্যালবামটি শোনার পর স্নেহাশিসের কাছে বাঙালি শ্রোতার প্রত্যাশা অনেক বেড়ে গেল। স্বল্পশ্রুত কিছু রবীন্দ্রসঙ্গীত, যা গায়কের বিশেষ পরীক্ষা নেয়, শ্রোতাকেও নতুন স্বাদ দেয়, [উদাহরণ হিসেবে বলা যাক - ‘ এ পরবাসে রবে কে’ বা চিরসখা হে ছেড়ো না’ ]– এই ধরণের গানগুলি আগামীদিনে তার কাছে শুনতে পাব, এই আশায় রইলাম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।