হে সৃষ্টি কর্তা তুমি প্রত্যেকটা সৃষ্টিকেই রক্ষা কর, জাতিতে জাতিতে বেদাবেদ দূর কর....... মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের হত্যার বিচার কি করলেন?
সহকর্মীর লাশ এইভাবে কাধে নিতে হবে কে ভেবেছিল
বন্ধুর লাশ কাধে, অকুতভয় সৈনিক যেন আজ এক নিথর পাথর।
এক এক করে রাখা হচ্ছে বাংলাদেশ এর বীর সেনানিদের লাশ। এর চেয়ে লজ্জা জাতির জন্য কি হতে পারে?
লাশ রাখা আছে সাড়ি সাড়ি এবার শেষ বিদায়ের পালা
শেষ বিদায় জানাযা দিচ্ছেন ইমাম সাহেব
সেই দিনের হত্যা কান্ড থেকে রেহায় পাইনি সাধারন মানুষ পার্যন্ত
এই সকল বীর সেনানীরা আজ সুধুই ছবি
বাংলার বীর দের রক্ত লেগে আছে এই দালানে। রক্তের দাগ মুছে ফেল্লেন কিন্তু মনের ক্ষত কি করে মুছবেন?
কর্নেল গুলজার - আব্দর রহমান, বাংলা ভাই এদের গ্রেফতার করাই কি ছিল তার অপরাধ?
কর্নেল এমদাদুল হক আর নেতৃত্ব দেবেন না স্বাধীনতা দিবসে প্যারেড স্কোয়ারে
ছোট্ট শিশুটির কান্ন শুনতে কি পান আপনি?
ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েও মূর্চা যাচ্ছেন। গনভবনে থেকে কি অনুধাবন করতে পারেন এই সব কিছু?
প্রিয় সহকর্মী কে কাধে করে নিয়ে যাচ্ছেন সেই মাটির ঘড়ের দিকে।
যেখান থেকে ফিরবেন না আর কোন দিন।
এইটাই কি ছিল তাদের প্রতিদান
এক এক করে রেখে দেওয়া হচ্ছে মাটির ঘড়ে চির দিনের জন্য
শেষ শ্রদ্ধাটুকু
আমরা তোনমাদের ভুলবনা
আমি চিৎকার করিয়া কাদিতে চাহিয়া,
করিতে পারিনি চিৎকার।
বুকের ব্যাথা বুকে চাপায়ে,
নিজেকে দিয়েছি ধিক্কার।
কতটুকু অশ্রু ঘড়ালে হৃদয় জলে সিক্ত
কত প্রদ্বীপ শিখা জ্বালালেই জীবন আলোয় দ্বীপ্ত
কত ব্যাথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য
এই মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ
আজো কানে বাজে সেই কথা গুলো
কে জানেই হবে যে শেষ কথা
নিয়তির ডাকে দিয়েছ সাড়া ফেলে গেলে শুধু নিরবতা
যার চলে যায় সেই বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রনা
অবুঝ শিশুর অবুঝ অশ্রু কি দিয়ে দেব শান্তনা
আমি চিৎকার করিয়া কাদিতে চাহিয়া.............
বিধাতা তোমারে ডাকি বারে বারে,
কর তুমি মোরে মার্জনা। ।
দুঃখ সহিতে দাওগ শক্তি তোমারি সকাশে পার্থনা
চাহিনা সহিতে আমার মাটিতে মাজলুমেরই আর্তনাত
বিশাদ অনলে পুরে বারে বারে লন্ঠিত হবে স্বপ্ন সাধ।
আমি চিৎকার করিয়া কাদিতে চাহিয়া.............
আমার লিখায় অনেক বানান ভুল আছে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।