আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলতে চাই ২০০৯ সালের এই দিনটির কথা মনে আছে ? পিলখানার চারদিকে লাশের মাতম, গণকবরে লাশের স্তূপ। বিদ্রোহী বিডিআর সদস্যদের বুলেটে স্তব্ধ হয়ে যায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ টি প্রাণ। কালের খেয়ায় হারিয়ে গেছে ভয়াল সেদিনের বুলেট, কামানের গর্জন।থামেনি স্বজনহারাদের কান্না.............. ::::::::::::::::::::::::::::::::: কতটুকু অশ্রু গড়ালে হৃদয় জলে সিক্ত কত প্রদীপ শিখা জ্বালালেই জীবন আলোয় উদ্দীপ্ত কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কতদূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার আজও কানে ভাসে সেই কথাগুলো কে জানে যে হবে শেষ কথা নিয়তির ডাকে দিলি যে সাড়া ফেলে গেলি শুধু নীরবতা যার চলে যায় সেই বোঝে যে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা যার চলে যায় সেই বোঝে যে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা বিধাতা তোমারে ডাকি বারেবারে কর তুমি মোরে মার্জনা দুঃখ সইতে দাও গো শক্তি তোমারি সকাশে প্রার্থনা চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমেরই আর্তনাদ চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমেরই আর্তনাদ বিষাদ অনলে পুড়ে বারেবারে লুণ্ঠিত হবে স্বপ্নসাধ আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপায়ে নিজেকে দিয়েছি ধিক্কার
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।