স্মাইল প্লিজ, আপনারা প্রত্যেকেই একটু হাসুন !
“আম,লিচু,যেমন পচনশীল,ক্ষনস্থায়ী,তেমনি জনপ্রিয়তাও পচনশীল”
হাসানুল হক ইনু সাহেব কে অবশ্যই ধন্যবাদ দিতে হয়, উনি অন্তত পক্ষে ২৫ পঁচিশ বছর পরে হলেও অনুধাবন করার জন্য। তবে উনি একটি কথা মনে হয় ভুলে গিয়েছেন, প্রিজারভেটিভ এর যুগে আম, লিচু পচনশীল নয়। ইনু সাহেবের জনপ্রিয়তা তে তো প্রিজারভেটিভ দেওয়া সেই সেকেলের প্রান্ত থেকে। অনেক বছর চেস্টা করেও একবার এম,পি হতে পারলেন না। এবার অবশ্য ভাগ্য জোরে এম,পি অবশেষে মন্ত্রী হয়েছেন।
উনার মত একজন লোকের মুখে খালেদা জিয়ার জনপ্রিয়তা নিয়ে এমন মন্তব্য নিচক মুখ হাস্যকর। রবিন্দ্রনাথ ঠাকুর বলেছেন “শ্রদ্ধার সঙ্গে সম্মান দান করিলেই শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করা সম্ভব। যেখানে সেই শ্রদ্ধার সম্পর্ক নাই সেখানে আদান-প্রদানের সম্বন্ধকলুষিত হইয়া ওঠে”
......তারাপদ রায় তার “স্মাইল প্লিজ” কবিতায় লিখেছেনঃ
স্মাইল প্লিজ, আপনারা প্রত্যেকেই একটু হাসুন,
দয়া করে তাড়াতাড়ি, তা না হলে রোদ পড়ে গেলে
আপনারা যে রকম চাইছেন তেমন হবে না,
তেমন উঠবে না ছবি। আপনার ঘড়িটা ডানদিকে
আর একটু, একটু সোজা করে প্লিজ, আপনি কি বলছেন
ঘাড়-টাড় সোজা করে দাঁড়ানো হ্যাবিট নেই, তবে,
কি বলছেন অনেকদিন, অনেকদিন হাসার অ ভ্যাস,
হাসার-ও অভ্যাস নেই?
আমরা কেন যে মিরাক্কল দেখি আমাদের মন্ত্রী,এম,পি রা তো দারুন কমেডি শো করতে পারে। তারপরেও কি আপনারা হাসবেন না।
চলন দেখে আসি কিছু কমেডি শো এর অংশঃ
‘সীমান্তের ঘটনা নিয়ে রাষ্ট্র চিন্তিত নয়’-সৈয়দ আশরাফ
‘সড়ক দুর্ঘটনায় কেউ নিহত হলে আমাদের করার কিছু নেই’ -সৈয়দ আশরাফ
“ক্ষমতায় গেলে নিহতদের ২০ লাখ করে টাকাদেয়া হবে”- ব্যরিস্টার মওদুদ আহমেদ।
“আমি ছাড়া পদ্মা সেতু হবে না”- এরশাদ
“বি.এন.পি যড়যন্ত ছাড়া কোন দিন ক্ষমতায় আসতে পারবে না”- জাহাঙ্গীর কবির নানক
“আওয়ামীলীগের ভুল হতেই পারে,ফেরেস্তারও ভুল হয়”-নাসিম
“হরতাল সমর্থকেরা ভবনের গেট এবং স্তম্ব ধরে নাড়াচাড়া করায় ওই ভবনটি ধসে পড়েছে”-ম. খা. আলমগীর
“আগে দেখতাম কুত্তা লেজ নাড়ে, এখন দেখি লেজেই কুত্তা নাড়ায়”- সাকা চৌধুরী
“ধর্ষন যখন নিশ্চিত, তখন তা উপভোগ করাই শ্রেয়”- সাকা চৌধুরী
“বঙ্গবন্ধু জন্মের সাথে সাথেই না কেদেঁ জয়বাংলা বলে উঠেছেন”- টুকু
“শেখ হাসিনা ছাড়া সৌদি বাদশা আর কারো সাথে কোনোদিন দেখা করেননি ”- দিপুমনি
“আমি শেয়ার বাজার বুঝি না, এটি একটি ফটকা বাজার”- আ.মা.আ.মুহিত
এবার একটু হাসুন, নাকি হাসতেও ভুলে গেছেন? বি সি রায় এর কথা দিয়েই শেষ করি “ক্ষমতা সবচেয়ে বড় মদের নেশার মতো। যাকে একবার পেয়ে বসে তাকে জীবনে শেষ করে দেয়”.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।