চালক পালানোর পর উদ্ধারকর্তা সহকারী
ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে পড়া একটি বাস থেকে চালক পালিয়ে যাওয়ার পর সহকারী কোনো মতে এটি সরিয়ে নিলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।
শনিবার দুপুরে ঘটেছে এ ঘটনা। বাসটি ছিলো আজিমপুর-উত্তরা রুটের সূচনা পরিবহনের।
উত্তরা থেকে আসা বাসটি দুপুর পৌনে ৩টার দিকে মহাখালী লেভেল ক্রসিংয়ে ওঠামাত্র বিকল হয়ে পড়ে। ঠিক ওই সময় একটি ট্রেন ঢাকার দিকে আসছিলো।
যাত্রীরা উপায়ান্তর না দেখে বাসের জানালা দিয়ে লাফিয়ে নামতে শুরু করে। চালকও এ সুযোগে পালিয়ে যায়। নামতে পারছে না এমন যাত্রী তখনও বাসে ১৫/২০ ছিলো।
তখন বাসচালকের সহকারী বাবু চালকের আসনে বসে কোনো রকমে বাসটিকে একটু পেছনে আনার সঙ্গে সঙ্গে ট্রেনটি ক্রসিং অতিক্রম করে।
এতে হাঁফ ছেড়ে বাঁচে বাসের যাত্রী ও ঘটনার প্রত্যক্ষদর্শী ও উপস্থিত ট্রাফিক সার্জেন্টরা।
ট্রাফিক সার্জেন্ট বিপ্লব রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মারাত্মক একটি দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পেলো। "
তবে ট্রেনটি চলে যাওয়ার পর বাসটি আবার চলতে শুরু করে। চালকের সহকারী বাবুই বাসটি চালিয়ে নিয়ে যান।
বাসটি কেন আটক করলেন না জানতে চাইলে ট্রাফিক সার্জেন্ট বলেন, "আসলে এখানে কারো দোষ ছিলো না। গাড়ি যে কোনো মুহূর্তে বিকল হতে পারে।
"
তবে এ অবস্থায় চালকের পালিয়ে যাওয়া উচিৎ হয়নি বলে তিনি মত দেন।
-------------
চালকের আসনে হেলপার, আহত ৮ স্কুলশিক্ষার্থী
চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারীতে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি টেম্পু দুর্ঘটনায় আহত হয়েছে আট জন। চালকের পরিবর্তে তার সহকারী গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট সড়কের মুহুরী হাটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা সবাই মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী।
এর মধ্যে তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
আহতদের মধ্যে মনি আক্তার নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন ।
হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারিন্ডেন্ট বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএনজিচালিত টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে পড়ার সময় একটি গাছের সঙ্গে এর ধাক্কা লাগে।
তিনি জানান, আহতদের মধ্যে তিন জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ টেম্পুটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ কর্মকর্তা বাবুল বলেন, "চালকের পরিবর্তে হেলপার গাড়িটি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। "
দেড় মাস আগে চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহত হয় ট্রাকআরোহী ৪০ এর বেশি স্কুলশিক্ষার্থী। ওই গাড়িটিও নিয়মিত চালক চালাচ্ছিলেন না বলে অভিযোগ রয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।