আমাদের কথা খুঁজে নিন

   

দুইটি লেখা

রাকিবুল হক ইবন

১৯৫৩ এ লেখা একটি লেখা অক্ষর হত্যার আগে আমার চোখ যেন তুলে ছুড়ে ফেলা হয় কুকুরের খামারে তারপর বাংলা ভাষার পুর্নজন্মে দুই কবরের মধ্যিখানে খুজলে তবেই ফেরত পাওয়া যাবে আমার শরীর যেন উজ্জ্বল আরো একদা গ্রহশবের মত ছিল যা গর্ভনীল এই নামহীন পৃথিবীতে... কেউ কেউ রয়েছে যারা ঘুমায় শুধু স্বপ্নকেই দেখার জন্যে কেউ কেউ আছে শুধু স্বপ্ন দেখার জন্য ঘুমায়। ওরা আমার খোদাকে মেরে দিয়েছে। আমাদের নবীদেরকেও হত্যা করছে ওরা। পাশেই দাঁড়িয়ে ছিলাম আমরা। কেউ কিন্তু ফেরাতে পারি না। আর প্লেটের মতো তখন ছুরে ভেঙে ফেললো কেউ এই ছোট্ট পৃথিবীটা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।