আমাদের কথা খুঁজে নিন

   

দুইটি সনেট প্রচেষ্টা



শীতের সকাল শীতের সকাল এলো শুকণো পাতায়, ভোরের শিশির ,নিশির ক্রন্দনে বুদ; পাতা ঝড়ানোর গানে সরষে হলুদ, নরম রোদে ,ঘন সবুজে মুগ্ধতায়। শীতের পিঠা অলস ভোরে দানে ঘন কুয়াশার স্বপ্নজাল বুনে গীতে ভোরের আলোয় রাতের কালোয় মেতে পৌষ মাঘে কুসুম বাগে মুগ্ধ প্রাণে। শীতের চাদরে ঘাসের শিশির প্রিয়, নাঙা পায়ে সবুজ ঘাসে শিউলি হাসে, কুয়াশার চাদর গায় সকাল আসে, এমন সময় শুধুই মুগ্ধতা নিয়ো। হাড় কাঁপানো শীতে ভোরের শিশির পরশ বুলায় মনে ঝরা শিউলির । হেমন্ত বেলায় হেমন্তের উৎসবে বাঙালীরা যবে, মুগ্ধ কলরবে আনন্দ উদযাপনে , পল্লীবধু ছন্দালয়ে ধানভানে গানে নবান্নের মুগ্ধমনে কলতানে সবে। ধানকাটা শেষ হলে কৃষকেরা সুখে কর্মহীন ক্লান্তিহীন হলুদের বুকে অলসদুপুর আড্ডা মুখর আয়েশী ক্ষণে স্বপ্ন সুখের জালবুনে বধূয়ার সনে। সোনালী আলোয় ভোরে বাংলার ঘরে নবান্নের উৎসবে মিলন মেলায় কিশোর কিশোরী মেতে ওঠে খেলায়, গৃহবধুরা ওঠুনে সুখ আলাপনে। এমনি ভাবে কেটে যায় হেমন্ত বেলা; বাঙলার আকাশে বসে শীতের মেলা ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।