প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
একজন বেসরকারী কর্মচারীর শপথ
- আমি যতদিন কর্মরত থাকিবো, ততদিন পর্যন্ত কোন ঘুষ খাইবো না এবং আমার অধীনস্থ কর্মচারীদেরকেও বিভিন্ন সময়ে ঘুষ খাওয়া হইতে বিরত থাকিতে বলিবো৷
- নিজে কখনোই কোন অপকর্ম করিবো না এবং আমার অধীনস্থ কোন কর্মচারীকে কোন অপকর্ম করিতে দেখিলে তাহার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো৷
- কখনো কোন কাজে ফাঁকি মারিবো না ও কোন রকমের অজুহাত দিয়া অফিসে আসা হইতে বিরত থাকিবো না৷
- জানুয়ারী মাসের কাজ জানুয়ারীতেই সম্পন্ন করিবো ও ফেব্রুয়ারী মাসের জন্যে অপেক্ষা করিয়া থাকিবো না৷
- অফিসে নির্ধারিত সময়ের আগে আসিয়া পৌঁছাইবো এবং অফিস হইতে বাহির হইবার জন্যে অফিস টাইম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করিবো৷
- যদি একটি সাধারণ লোক কোন ফাইল জমা দেয় ও তাহার পরে আরো একজন সাধারণ লোক কোন ফাইল জমা দেয় এবং তাহার পরে আমার শালা কোন ফাইল জমা দেয়, তাহা হইলে প্রথম সাধারণ লোকটির ফাইল শেষ করিয়া, তাহার পরে দ্বিতীয় সাধারণ লোকটির ফাইল শেষ করিয়া, তাহার পরে আমার শালার ফাইলটি শেষ করিবো৷
- অফিসের টেলিফোন শুধুমাত্র অফিসের কাজে ব্যবহার করিবো এবং অফিস টাইমে কাজে ফাঁকি দিয়া টেলিফোনে বন্ধুদের সাথে গল্পগুজবে মাতিয়া থাকিবো না৷
- নিজের কাজ নিজে করিবো এবং তাহা সঠিক ভাবে করিবার চেষ্টা করিবো৷
- প্রমোশন পাইবার জন্যে ধৈর্য্য ধরিয়া থাকিবো ও সর্বদা নিজের ভাল কাজগুলির কথা নিচের লেভেলের কর্মচারীদেরকে স্মরণ করাইয়া দিবো৷
- সর্বদা অফিসের মংগলের চিন্তা করিবো ও নিজের স্বার্থ বিসর্জন দিয়া হইলেও অফিসের উন্নতি করিবার চেষ্টা করিবো৷
একজন সরকারী কর্মচারীর শপথ
- আমি যতদিন কর্মরত থাকিবো, ততদিন পর্যন্ত নিয়মিত ঘুষ খাইবো এবং আমার অধীনস্থ কর্মচারীদেরকেও বিভিন্ন উপায়ে ঘুষ খাওয়ার ব্যবস্থা করিয়া দিবো৷
- নিজে সুযোগ পাইলেই নানা রকমের অপকর্ম করিবো এবং আমার অধীনস্থ কোনো কর্মচারীকে কোন অপকর্ম করিতে দেখিলে চোখ বন্ধ করিয়া রাখিবো৷
- সকল সময়ে সকল কাজে ফাঁকি মারিবো ও পেটের অসুখ, মাথা ব্যাথা ও নানা রকমের অজুহাত দিয়া অফিসে আসা হইতে বিরত থাকিবো৷
- জানুয়ারী মাসের কাজ জানুয়ারী মাসে সম্পন্ন না করিয়া ফেব্রুয়ারী মাসে সম্পন্ন করিবো ও সম্ভব হইলে সেই কাজ টানিয়া মার্চ মাস পর্যন্ত লইয়া যাইবো৷
- অফিসে নির্ধারিত সময়ে না আসিয়া লেট করিয়া আসিবো ও জরুরী কাজের ভান দেখাইয়া অফিস টাইম শেষ হইবার আগেই অফিস হইতে বাহির হইয়া যাইবো৷
- যদি একটি সাধারণ লোক কোন ফাইল জমা দেয় ও তাহার পরে আরো একজন সাধারণ লোক কোন ফাইল জমা দেয় এবং তাহার পরে আমার শালা কোন ফাইল জমা দেয়, তাহা হইলে প্রথম সাধারণ লোকটির ফাইল শেষ না করিয়া, তাহার পরে দ্বিতীয় সাধারণ লোকটির ফাইল শেষ না করিয়া, আমার শালার ফাইলটিই আগে শেষ করিবো৷
- বাসা হইতে যত দরকারী টেলিফোন করা প্রয়োজন তাহা অফিস হইতে করিবো এবং কাজে ফাঁকি দিয়া বন্ধুবান্ধবের সহিত দীর্ঘ সময় গল্পগুজব করিয়া অফিসের টেলিফোনের বিল উঠাইবো৷
- নিজের কাজ সর্বদা কৌশলে অন্যের ঘাড়ে চাপাইয়া দিবো এবং তাহাতে কোন ভুল হইলে সেই ভুলের দোষও অন্যের ঘাড়ে চাপাইয়া দিবো৷
- প্রমোশন পাইবার জন্যে সর্বদা উপরের লেভেলের কর্মচারীদের তেল মালিশ করিবো এবং সর্বদা নিজের ভাল কাজগুলির কথা উপরের লেভেলের কর্মচারীদেরকে স্মরণ করাইয়া দিবো৷
- "অফিস গোল্লায় যাক, নিজের উন্নতিই আসল উন্নতি" এই নীতিতে সর্বদা বিশ্বাস রাখিবো ও সর্বদা অফিসের স্বার্থ বিসর্জন দিয়া হইলেও নিজের উন্নতি করিবার চেষ্টা করিবো৷
মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।