আমার ব্লগে যখন আইছেন কিছু না বইলা যাইয়েন না । ১. আল্লাহর রাস্তায় এক সকাল অথবা এক বিকাল দুনিয়া ও দুনিয়ার ভিতর যা কিছু আছে, তা থেকে উত্তম। [সহীহ বুখারী, হাদীস নং-৬১৯৯, সহীহ মুসলিম, হাদীস নং-৪৯৮৫, সুনানে তিরমিযী, হাদীস নং-১৬৪৮, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৭৩৯৮, সুনানে নাসায়ী কুবরা, হাদীস নং-৪৩২৭, আল মু’জামুল আওসাত, হাদীস নং-৮৬৬৭, আল মু’জামুল কাবীর, হাদীস নং-৫৮৩৫, মুসনাদে আবী আওয়ানা, হাদীস নং-৭৩৫৪, মুসনাদে আহমাদ, হাদীস নং-১২৬০২, মুসনাদুল বাজ্জার, হাদীস নং-৩৫৪৮, মুসনাদুর রাবী, হাদীস নং-৪৬৬, মুসনাদে আব্দ বিন হুমাইদ, হাদীস নং-২২৫, মুসান্নাফে ইবনে আবী শাইবা, হাদীস নং-১৯৮২০, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, হাদীস নং-৯৫৪৩] ২.হযরত আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার সাথে ঐরূপ ব্যবহার করি যেরূপ সে আমার প্রতি ধারণা রাখে। সে যখন আমাকে স্মরণ করে আমি তার সাথে থাকি। সে যদি আমাকে অন্তরে স্মরণ করে আমিও তাকে অন্তরে স্মরণ করি। সে যদি কোনো মজলিসে আমার কথা আলোচনা করে তবে আমি তার চেয়ে উওম মজলিসে(ফেরেশতাদের মজলিসে) তার আলোচনা করি। [সহীহ বুখারী,হাদীস নং- ৭৪০৫;৭৫০৫,৭৫৩৬,৭৫৩৭ সহীহ মুসলিম, হাদীস নং - ২৬৭৫ সুনানে তিরমিযী, হাদীস নং-২৩৮৮,৩৬০৩ সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩৮২২ মুসনাদে আহমাদ, হাদীস নং- ৭৩৭৪,৮৪৩৬,৮৮৩৩,৯০০১,৯০৮৭,৯৩৩৪,৯৪৫৭, ১০১২০,১০২৪১,১০৩০৬,১০৩২৬,১০৪০৩,১০৫২৬,১০৫৮৫,২৭২৭৯,২৭২৮৩]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।