আমাদের কথা খুঁজে নিন

   

জাতির দেউলিয়া বিবেক

ক্ষমতার লোভ ক্যান্সারে রূপ নিয়েছে ক্ষমতা শব্দ দাপটের ডানায় চড়ে ছড়িয়ে পড়ছে সারাদেশে- অলিতে গলিতে। পাড়া থেকে গ্রাম গ্রাম থেকে নগর নগর থেকে ক্ষমতার নহর এক দৌড়ে ঢুকে পড়েছে বস্তিতে- গলির মোড়ে চায়ের দোকানে। চায়ের দোকানে চা খেয়ে খেয়ে ক্ষমতা লাপিয়ে লাপিয়ে অগ্রসর হয় ভার্সিটি ক্যাম্পাসে আর শকুনের মত নয়- (শকুনতো মরা দেহ খায়) বাজপাখির মতো শিকার সন্ধানী টিচাররা লাপিয়ে লাপিয়ে আসা ক্ষমতাকে ছোঁ মেরে নিজের পকেটে পোরে ফেলে আর গর্ব করে তাদের প্রভুকে দেখায়- "যদি পা দু খানি বাড়িয়ে দেন"- লেহনের আশায়। প্রভুরাতো তাই চায়- ক্ষমতা পা বেয়ে ঊরুসন্ধিতে আসুক। তখন প্রভুর আশির্বাদ পুষ্ট টিচার বিবেকের কাছে দেউলিয়া হয়ে পকেটে পোরা ক্ষমতা দিয়ে ডুগডুগি বাজায় আর বলে- " বিবেকের ঘাড়ে অভিসম্পাত।" (হায় বিবেকের কাছে দেউলিয়া টিচার এতো ঘুমের ঘোরে বীর্যপাত।) সিলেট ২৩/০৯/২০১১

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.