আমাদের কথা খুঁজে নিন

   

টুইটারে তসলিমা রুশদি বাহাস

Click This Link বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন ও বুকার পুরস্কারজয়ী ঔপন্যাসিক সালমান রুশদির মধ্যে বাহাস হয়েছে। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তারা এ বাহাসে লিপ্ত হন। এতে সালমান রুশদিকে ‘নারীদের পিছু নেয়া’ হিসেবে তুলে ধরেন। বলেন, তাকে অনুসরণ করার জন্য তিনি রীতিমতো ভিক্ষা করছেন। জবাবে সালমান রুশদি লিখেছেন, দূর থেকে আমি তসলিমা নাসরিনের ম্যাও শুনতে পেলাম।

তিনি আমার বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করেছেন। গতকাল অনলাইন টাইমস অব ইন্ডিয়া এ খবর দিয়েছে। এতে আরও বলা হয়- বুধবার টুইটার বার্তায় রুশদির বিরুদ্ধে তসলিমা অভিযোগ করেন, তিনি টুইটারে তার অনুসারী সংগ্রহের জন্য রীতিমতো ‘ভিক্ষা’ করছেন এবং নারীদের পেছনে ছুটছেন। তসলিমা আরও লিখেছেন, রুশদি প্রত্যেকের কাছেই তার অনুসারী হওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। ১০ লাখ অনুসারী না হলে তিনি খুব অস্বস্তিবোধ করবেন।

তসলিমা আরও লেখেন, সালমান রুশদির ব্যাপারে সতর্ক হোন। তিনি বালিকাদের তার ভোগের পরিধিতে পেতে চাইছেন। তসলিমার এ টুইট বার্তায় সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পড়ে গেছে। এর বেশ কয়েক ঘণ্টা পর রুশদি হাজির হন টুইটারে। তিনি তসলিমা নাসরিনের অভিযোগের জবাবে লেখেন, দূর থেকে আমি তসলিমা নাসরিনের হিংসুটে ম্যাও শুনতে পেলাম।

তিনি আমার বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করেছেন। টুট, টুট, তসলিমা। শেম, লজ্জা। জবাবে তসলিমা লিখেছেন, বড় লেখকের বড় মন থাকা উচিত। হিংসা করার মতো কোন কিছু ঘটেনি।

এটি লেখালেখি সম্পর্কিত কোন কিছু ছিল না, ছিল ভোগাকাঙ্ক্ষার বিষয়ে। বহুল আলোচিত এ দু’জন লেখককে এমন বাহাসে দেখে অনেকেই বিস্মিত হতে পারেন। তারা দু’জনেই একই রকম ঘটনার শিকার। দু’জনেই ইসলামি মৌলবাদের শিকার। ওই রিপোর্টে আরও বলা হয়, এমন কি তসলিমাকে কখনও কখনও নারী রুশদিও বলা হয়ে থাকে।

১৯৯৪ সালে বাংলাদেশে তসলিমার বসবাসের পক্ষে মতও দিয়েছিলেন এ রুশদি। টুইটারে রুশদির অনুসারী রয়েছেন ২২ হাজার। তসলিমা নাসরিনের ১৬ হাজার। ১৫ই সেপ্টেম্বর টুইটারে যোগ দিয়েছেন রুশদি। তবে প্রাথমিকভাবে টুইটারের এ একাউন্টটি রুশদিরই নাকি অজ্ঞাত কেউ পরিচালনা করছে এ বিষয়টি নিয়ে সন্দেহ ছিল।

মঙ্গলবার নিশ্চিত হয়, এটি রুশদিরই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.