বলিউডের প্রথম সারির শিল্পীদের সোশাল মিডিয়াতে নিয়মিত উপস্থিতি খুব কমই দেখা যায়। কিন্তু যাকে বলা হয় টিনসেলের মেগাস্টার, শত ব্যস্ততার মধ্যেও ফেইসবুক এবং টুইটারে তিনি নিয়মিত যোগাযোগ রাখেন ভক্তদের সঙ্গে। আর ভক্তরাও নিরাশ করেননি অমিতাভকে। প্রিয় অভিনেতার সঙ্গে জীবনের বিভিন্ন অনুভূতি ভাগ করে নিতে এবার তাকে টুইটারে অনুসরণ করছেন ৭০ লাখ ভক্ত।
৬ নভেম্বর বুধবার ভক্তদের ভালোবাসায় অভিভূত অমিতাভ টুইটারে ধন্যবাদ জানান সবাইকে।
তিনি লেখেন,“সবাইকে অনেক ধন্যবাদ। টুইটারে এখন আমার অনুসারীর সংখ্যা ৭০ লাখের বেশি। ”
এখন পর্যন্ত টুইটারে ২৬ হাজার ৮৫৬টি টুইট করেছেন বিগবি। টুইটারে নিজের একাউন্ট থেকে তিনি অনুসরণ করেন ৮৪০ ব্যক্তিকে। টুইটার এবং ফেইসবুককে তিনি ব্যবহার করেন ভক্তদের সঙ্গে তার প্রতিদিনের অনুভূতি ভাগ করে নেওয়ার মাধ্যম হিসেবে।
বিশেষ দিনগুলোতে সবাইকে তিনি শুভেচ্ছা জানান, মাঝে মধ্যে জীবন সম্পর্কে তার ব্যক্তিগত ভাবনা তুলে ধরেন, আবার বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে নিজের মতামতও প্রকাশ করেন।
শুধুমাত্র ফেইসবুক টুইটারেই নয়, ব্লগ লেখাতেও রয়েছে অমিতাভের সাবলীল অংশগ্রহণ। নিজের ব্লগ সাইটে নিয়মিত লেখেন ৭১ বছর বয়সী ওই অভিনেতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।