আমাদের কথা খুঁজে নিন

   

টুইটারে তসলিমা-রুশদি

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বাহাসে জড়িয়েছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ও উপন্যাসিক সালমান রুশদি। দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার এক টুইটারবার্তায় রুশদির বিরুদ্ধে তসলিমা অভিযোগ করেন, তিনি (রুশদি) টুইটারে তার অনুসারী (ফলোয়ার) সংগ্রহের জন্য রীতিমত ‘ভিক্ষা’ করছেন এবং নারীদের পিছনে ছুটছেন। তসলিমা লিখেন, রুশদি প্রত্যেকের কাছেই তার অনুসারী হওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। মিলিয়ন অনুসারী না হলে তিনি খুব অস্বস্থি বোধ করবেন। তসলিমা লিখেন, তিনি বালিকাদের তার ভোগের পরিধিতে পেতে চাইছেন।

তসলিমার এই বক্তব্যের বেশ কয়েকঘণ্টা পর রুশদির জবাব পাওয়া যায়। রুশদি লিখেন দূর থেকে আমি তসলিমা নাসরিনের হিংসুটে মিয়্যাও শুনতে পেলাম। তিনি আমার বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করেছেন। টুট, টুট, তসলিমা। শেম, লজ্জা।

রুশদির এই বার্তার জবাবে তসলিমা লিখেন, বড় লেখকের বড় মন থাকা উচিৎ। হিংসা করার মতো কোন কিছু ঘটেনি। এটি লেখালেখি সম্পর্কিত কোনকিছু ছিল না, ছিল ভোগাকাঙ্খা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.