স্বপ্নগুলো শুধু স্বপ্ন হিসেবে রেখে দিতে চাই না , বাস্তবতার আলোয় স্বপ্নগুলো আরো রঙ্গিন করতে চাই । জামাত-শিবির অনলাইন যুদ্ধে ব্লগ ও ফেসবুকে না পেরে এখন টুইটারকে তাদের অপপ্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করছে । অনলাইনে তারা এখন খুবই সক্রিয় বর্তমানে । আন্তর্জাতিক মাধ্যমকে তারা টুইটারে মিথ্যাচার করে বিভ্রান্তিতেও ফেলছে । তাই যাদের টুইটারে একাউন্ট আছে তাদের কাছে অনুরোধ রইলো আপনারা টুইটারে অপপ্রচারের বিরোদ্ধে আন্দোলনে যোগ দিন , এবং এই একাউন্ট গুলো ফলো করুনঃ
@ShahbagInfo , @ProjonmoSquare , @ShahbagLiveCam , @IcsForum , @GlobalVoices ইত্যাদি ।
তাছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলোর একাউন্ট জানা থাকলে সেগুলো ফলো করে জামাত শিবিরের কর্মকাণ্ড বিশ্ববাসীর কাছে তুলে ধরুণ । আপনার বন্ধু-বান্ধব সবাইকে টুইটারেও সক্রিয় হবার পরামর্শ দিন । এই একাউন্ট গুলোতে টুইট করতে গেলে অবশ্যই @ চিহ্ন অবশ্যই সামনে ব্যবহার করবেন ।
#Shahbagh হ্যাশট্যাগ ব্যাবহার করুন খুব বেশি । শাহবাগের আন্দোলন ও জামাত-শিবিরের প্রতিটি অপপ্রচারেই #Shahbagh ট্যাগ ব্যাবহার করুণ ।
#Jamaat ,#savebangladesh এগুলোতে বেশি বেশি ট্যাগ দিয়ে জামাতের অপপ্রচার বিশ্ববাসীর নিকট তুলে ধরুন ।
যারা টুইটারে অনভিজ্ঞ তাদের জন্যে কিছু পরামর্শঃ-
*ফেসবুক ও টুইটারের পার্থক্যঃ ফেসবুক ও টুইটারের মূল পার্থক্য হল , টুইটার একটি উন্মুক্ত মাধ্যম । ফেসবুকে আপনার একাউন্ট ও পেইজের তথ্য ও পোস্ট অনুমুতি ছাড়া সবাই দেখতে পারে না , কিন্তু টুইটার পুরপুরি এর উল্টো । টুইটারে অনেকটা সবাই বসে থাকে মেহমান আসার অপেক্ষায় ।
*টুইটারে সমমনা অন্যদেরকে ফলো করবেন কেন?
উত্তরঃ টুইটারে একটি শক্তিশালী কমিউনিটির মাধ্যমে ।
আপনি যেমন একাউন্ট খুলে এক কোণে পড়ে থাকবে , তেমনি যাদের নতুন একাউন্ট তারাও আপনার মত অবস্থার সম্মুখীন হবে । তাই প্রথমে সমমনা মানুষদেরকে ফলো করুন এবং আশা রাখুন তারাও আপনাকে ফলো ব্যাক করবে । আপনি যাদেরকে ফলো করবেন তাদের টুইটগুলো আপনার নীড়পাতায় আসতে থাকবে । আপনি রি-টূইট ও রিপ্লাই দিতে পারবেন তাদের টুইটের সেই সাথে ।
*কমিউনিটির বাইরে কীভাবে দৃষ্টি আকর্ষণ করা যায় ?
উত্তরঃ অন্য সব সামাজিক নেটওয়ার্কের মত , টুইটারেও আপনার একটি নির্দিষ্ট ঠিকানা আছে ।
সেটি ব্যাবহার করে যে কেউ আপনার নিকট বার্তা পাঠাতে পারবে । যেমনঃ কেউ @Tom কী খবর ? লিখা মানে আমাকে দৃষ্টি আকর্ষণ করে সরাসরি কিছু লিখা । তেমনি @ShahbagInfo দিয়ে কিছু লিখা মানে সরাসরি তা শাহবাগের পাতায় চলে যাবে। বিশ্ববাসী শাহবাগ সম্পর্কে জানতে চাইলে আপনার টুইট টি থেকে তথ্য জানবে । @ চিহ্ন ব্যবহার না করলে আপনার তথ্য শুধু আপনার ফলোয়ার রা জানবে ।
*এভাবে ছোট ছোট টুইট দিয়ে কীভাবে প্রতিরোধ সম্ভব ?
উত্তরঃ ১৪০ ক্যারেক্টারের ক্ষুদেবার্তা গুলো একত্রিত হয়েই বড় আন্দোলনের জন্ম দেয় । সকল ক্ষুদেবার্তা এক সুতায় বাধলেই আন্দোলন বড় হয়ে যায় । তাই সবাইকে হ্যাশট্যাগ ব্যাবহার করে #Shahbagh লিখে টুইট করার আহবান জানাচ্ছি । এতে দুইটি লাভ হবে বিশ্ববাসী #Shahbagh সম্পর্কে জানতে গেলেই আপনার টুইটটি তাদের চোখে পড়বে , তাছাড়া শাহবাগে কি হচ্ছে তাও বিশ্ববাসী জানতে পারবে । ব্যাস এভাবেই আপনিও টুইটার আন্দোলনে ঝাপিয়ে পড়ুন ।
( টুইটারে জামাত-শিবিরের বিপক্ষে বড় কোন একাউন্ট যে গুলো থেকে এখন প্রতিবাদ জানানো হচ্ছে , তা মন্তব্যে করে জানাতে পারেন । আমি পোস্টে এডিট করে দিয়ে দিব । তাছাড়া যারা টুইটার ব্যবহার করেন তারা নিজেদের একাউন্ট শেয়ার করতে পারেন মন্তব্যের মাধ্যমে । )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।