আমাদের কথা খুঁজে নিন

   

নতুন নিরাপত্তা প্রযুক্তি টুইটারে

এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, নিজেদের এইচটিটিপিএস ডেটা এনক্রিপশনে ‘ফরওয়ার্ড সিকিউরিটি’ নামের নতুন নিরাপত্তা ব্যবস্থা যোগ করার খবর টুইটার জানায় শুক্রবার।
এইচটিটিপিএস এনক্রিপশনের উপর ভিত্তি করে টুইটার ২০১১ সালে তাদের সব কার্যক্রম শুরু করেছিল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাম্প্রতিক এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ‘দেড় বছর আগে আমরা এইচটিটিপিএস এনক্রিপশন শুরু করেছিলাম। তার পর থেকে এটা পরিষ্কার হয়ে গেছে যে আমাদের ওই পদক্ষেপটি কতটা গুরুত্বপূর্ণ ছিল।
যুক্তরাষ্ট্রের গুপ্তচর সংস্থা সিআইএর সাবেক কর্মী ও ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) ঠিকাদার এডওয়ার্ড স্নোডেনের তথ্য ফাঁসের পর এনএসএ-এর গুপ্তচরবৃত্তির হাত থেকে ব্যবহারকারিদের সুরক্ষিত রাখতেই প্রতিষ্ঠানটি এ পদক্ষেপটি নিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।
টুইটারের নতুন নিরাপত্তা ব্যবস্থার জন্য প্রতিষ্ঠানটিকে সাধুবাদ জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ ড্যান ক্যামিনস্কাই। তার মতে এইচটিটিপিএসের একমাত্র দুর্বলতা ‘প্রাইভেট কি’ এর নিরাপত্তা নিশ্চিত করতে পারে টুইটারের ‘ফরওয়ার্ড সিকিউরিটি’।
ফেইসবুক, মাইক্রোসফট, ইয়াহু, গুগল-এর মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহারকারীদের গোপন তথ্য হাতবদলের জন্য সরকারি চাপের অভিযোগ জানিয়ে আসছিল। এদের অনেকেই বর্তমানে ব্যবহারকারীদের ডেটার নিরাপত্তা রক্ষার্থে নতুন নিরাপত্তা প্রযুক্তি যোগ করেছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.