আমাদের কথা খুঁজে নিন

   

উচ্চমাধ্যমিক বন্ধুত্ববিজ্ঞান

অপ্রিয় এবং অবাঞ্ছিত... হাবুঃ কটাই তুই ভূয়া অবিলম্বে পদত্যাগ কর আর আমাকে অ্যাডমিন ঘোষনা কর। কটাইঃ নতুন অ্যাডমিন হল কালা মানিক এবং চুভ'দা। কালাজামঃ আমারে করলি না ক্যান? কটাইঃ যাদের মানসিকতা প্রস্তর যুগের বর্বর মানুষের ন্যায়, তারা এই সভ্য জগতে কোনো গ্রুপের অ্যাডমিন হতে পারে না... সো ... তোরা বাদ...... মানুষ হইলে বিবেচনা করুমনে চুভঃ সত্যের বিজয় সবসময়... আমার আর কালা মানিকের প্রধান বিরোধীদলগুলোর আচরন দেখে মনে হচ্ছে তারা এই বিজয়ে খুশি নয়। কারণ তারা সত্যের পথে কখনও থাকেনি, থাকবেও না। আমি ক্ষমতাসীন দলের ''হিরু'' হিসাবে শপথ করছি যে, এই গ্রুপের ওয়াল কখনও বিদেশী দালাল (i.e. ৬৯*এর মত আম্রিকান) দ্বারা প্রভাবিত, লুন্ঠিত হবে না।

এই গ্রুপ একান্ত আমাদের... আমাদের গোপনীয়তা রক্ষা কমিটিকে সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে, যেন হুৎকালিক্স কোনো কিছু লিক করতে না পারে। LOL বিরোধীদলকে আহ্বান জানাচ্ছি যে, আসুন আমরা একসাথে লুচ্চামী করি, সুন্দর গ্রুপ গঠন করি। জয় কটাই বাবু, জয় বন্ধুত্ব। কালাজামঃ এই পেজের ক্রিয়েটরের অবৈধ ক্ষমতা প্রকাশের তীব্র নিন্দা জানাচ্ছি। হাবুঃ এই বিজয় জনগণের বিজয় নয়, এখানে কারচুপি করে ক্ষমতায় আসা হয়েছে।

তীব্র প্রতিবাদ জানাই। আগামি ১ ঘন্টা হরতাল আহ্বান করছি। কালাজামঃ মার পিডা কুপা গিল ছিল্ল্যা-কাইট্যা লবণ লাগাইয়া দে আন্ডারওয়্যারের দাম বাড়াইছে এনার্জি ড্রিঙ্কসের দাম বাড়াইছে মফিজ বিড়ির দাম বাড়াইছে এখন আবার ফেছবুকে করাপশন মানি না, মানবো না হাবুঃ দরকার হলে শহীদ মিনারে চুচীল সমাজের অনশন হবে.. কটাইঃ মুড়ি খা এটা একটা ফেসবুকের সিক্রেট গ্রুপের সদস্যদের মধ্যকার কথোপকথন। আমি এবং আমার কলেজ লাইফের কয়েকজন ঘনিষ্ট বন্ধুদের একান্তই নিজস্ব গ্রুপ। কলেজ ভবন দাঁপিয়ে বেড়ানো সেই দিনগুলি আহা টাইপের ছিল।

ক্রিকেট খেলা, প্র্যাক্টিক্যাল খাতা দেওয়ানেওয়া, থ্রিএক্স দেখা , মোটরবাইকে হাতেখড়ি, আমার বায়োলজী ম্যাডামের প্রেমে পড়ে যাওয়া , মোজার ভেতরে মোবাইল রাখা , লুল স্যারদের পচানো ... সবই এখন সোনালি অতীত। ১ বছরের বেশিই হল আমাদের কলেজ লাইফ শেষ। এইসব পীঠাপীঠি বন্ধুরা একেকজন একেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছি। গ্রুপের ক্রিয়েটর 'কটাই' SUSTএ, 'চুভ' ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা নিয়ে ব্যস্ত, কালোজাম আর হাবু আলাদা বেসরকারী ইউনিভারসিটিতে পড়ছে আর কালা মানিক পড়ছে কৃষি বিশ্ববিদ্যালয়ে। আরও আছে হুৎকা, সেও অন্য একটা বেসরকারী ইউনিভারসিটিতে পড়ছে।

সে এককালে আমাদের মাঝে 'অশ্লীল কবি' বলে পরিচিত ছিল, তার কবিতাগুলোও ছিল 'বয়সের দোষ' । মুখে যা আসে ফটাফট বলে ফেলে বলে ওকে হুৎকালিক্স উপাধি দেওয়া হয়েছে । আর আছে মামু আর ময়লুল, প্রথমজন লন্ডনে চলে গেছে আর দ্বিতীয়জন যাওয়ার ধান্দায় আছে। জয় বাবা মুখবইনাথ! বাবার আশীর্বাদে আমরা এখনও আগের মত না হলেও খুনসুটি করতে পারি, কমই সই। সবশেষে পাদটীকা।

৬৯ হচ্ছে আমাদের কলেজের এক ক্লাসমেট। ওই চশমিশ মাইয়া ভাবের ঠেলার পোলাগো লগে কথা কইত না। এখন আম্রিকা থাকে। ফেসবুকে হাবু আর কালাজামের লগে ধুমাইয়া ম্যাসেজিং করত। সম্প্রতি হাবুর লগে ঝগড়ায়া ব্লক মারছে।

ইইহ! মাইয়ার ভাবের ঠেলায় বাঁচি না! ওহ বলা হয়নি। আমাদের গ্রুপের নাম "গ্রুপ ক্রিয়েট করছি... নাম দে একটা..." জয় বন্ধুত্ব। ভালো থাকিস বন্ধুরা! (মনে হয় শিরোনামের তুলনায় মূল পোস্ট আশানুরূপ হয়নি। আসলে এটা আমার প্রথম ভারী পোস্ট। ) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.