শিখাইয়া পিরিতি, করিল ডাকাতি, ভুলিয়া রইয়াছে আমায় সখি কি করি কি করি উপায়! ছবিটা দেখে বলেন তো এখানে দুইজনের কারও হাসিটা কি কৃত্রিম মনে হয়???? বয়োজেষ্ঠ্যকে সম্মান জানিয়ে কতটুকু সম্মানহানী হলো খন্দকার দোলোয়ার হোসেনের??? এই ছবিটি কয়টি ভোট কমালো আওয়ামী লীগ কিংবা বিএনপির? এই ছবিগুলোকে আজ মনে হয় রূপকথা!!! সব শেষে একটি এক্সক্লুসিভঃ জনক ও ঘোষক। একজন জিয়া যে পরিমান সম্মান করতেন জাতির জনককে, তা অনেক আওয়ামী লীগ বা বিএনপির অনেক কর্মীই জানেন না। রাজনৈতিক মতপার্থক্য তো থাকবেই। একজন নিরপেক্ষ বাংলাদেশী হিসেবে এই ছবিগুলো কতটুকু আবেগআপ্লুত করে আমাদের?? আমরা বাংলাদেশের সাধারণ জনগণ কি এর বেশী কিছু চাই রাজনীতিবীদদের কাছ থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।