আমাদের কথা খুঁজে নিন

   

সিরাজগঞ্জে যানবাহন ভাংচুর, আটক ৮

এছাড়া পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়াও হয়েছে। পুলিশ আটজনকে আটক করেছে।
জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের ৯০ বছর কারাদণ্ড হওয়ার পর মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
এ রায় প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চও সকাল-সন্ধ্যা হরতাল ডাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লাপাড়ার পূর্বদেলুয়া এলাকায় পাবনা-নগরবাড়ি মহাসড়কে দুইটি ট্রাক, একটি ওষুধবাহী পিকআপসহ কয়েকটি যানবাহনে ভাংচুর চালানো হয়েছে।


উল্লাপাড়া থানার ওসি হাবিবুল ইসলাম জানান, গজারিয়া ব্রিজের কাছে এবং খোকশাবাড়ী এলাকায় পিকেটিং করার সময় জামায়াত-শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
এ সময় খোকশাবড়ি ইউনিয়ন পরিষদের শিবিরের সভাপতি মিজানসহ অন্তত আটজনকে আটক করা হয়েছে।
কয়েকরাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
বেলা ১১টার দিকে ওসি বলেন, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আটকদের থানায় রেখে যাচাইবাছাই করা হচ্ছে।  
শহর থেকে দূরপাল্লার ও অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। তবে বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.