সাধারন মানুষের অসাধারন কথা বলতে চেষ্টা করি আজরাইলঃ মৃত্যুর জন্যে তৈরি হও জনৈক ব্যাক্তিঃ ভাই আমার পাশের বাসার লোকের "কৌটা" আছে... সব জায়গায় ওরা অগ্রাধিকার পাইসে... আমার তো "কৌটা" নাই... এইখানে আগে যান... আজরাইলঃ তুমি মিয়া কথা বেশী বল... মৃত্যুর জন্যে জন্য তৈরি হও! জনৈক ব্যাক্তিঃ আজিবন খালি আমাদেরি মারবেন, না মেরেও এত কাল মারসেন, এখনও মারতে আসছেন... দেন মাইরাই ফেলান... আল্লাহর কাছে যাইগা, উনি বিচার করবেন... দুনিয়ায় তো আর বিচার পাইলাম না... শালার বাপটা যেন কেন মুক্তিযুদ্ধ করল না... আজরাইলঃ মরার আগে একখান কথা কই, মন খারাপ করার কিছু নাই... তোমরা মানুষরাই বৈষম্য কর... আল্লাহ করেন না... আর যুদ্ধের সময় ৭ কোটি বাঙ্গালীর ৬.৫ কোটিই মুক্তিযুদ্ধা ছিল... তারাও কোন না কোন ভাবে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে... কেউ নিজে না যাইতে পারেলেও তাদের জন্যে আশ্রয় দিসে, কেউ খাবার দিসে, কেউ বেশী না পারলে আটার কয়টা রুটি দিসে... কেউ তা না পারলে মন থেকে দোয়া করসে... এইগুলা হইল তোমরা মানুষরা নিজেরা নিজেদের মদ্যে বৈষম্য করার জন্যে বানাইস... তোমার বাপ ইন্ডিয়া যাইতে পারে নাই, কিন্তু সেও মুক্তিযোদ্ধাদের নানা ভাবে সাহায্য করেছে... জনৈক ব্যাক্তিঃ ঠিক আছে তাইলে মাইরাই ফালান... আল্লাহর কাছে গিয়া ন্যায় বিচার চামু ( উপরোক্ত আলোচনা অনুর্বর মস্তিষ্ক প্রসুত কল্পনা মাত্র... Abolish quota, or kill me শ্লোগান দেখে এসব মাথায় এসেছে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।