ত্রিমাত্রিক প্রিন্টার থেকে তৈরি পণ্য সরবরাহ করবে কেনা-বেচার ওয়েবসাইট ইবে। ইবের বরাত দিয়ে ইয়াহু এক প্রতিবেদনে জানিয়েছে, প্রতিষ্ঠানটি একটি আইফোন অ্যাপ্লিকেশন আনছে, যার সাহায্যে গ্রাহকের চাহিদা অনুযায়ী ত্রিমাত্রিক প্রিন্টারের জন্য অর্ডার নেওয়া হবে। পরে তা প্রিন্ট করে সরবরাহ করবে ইবে।
বড় তিনটি ত্রিমাত্রিক প্রিন্ট প্রতিষ্ঠান স্কাল্পটেও, মেকারবট ও হট পপের প্রিন্টারে তৈরি বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রয় করবে ইবে। অ্যাপটি উন্মোচনের সময় এতে প্রায় ২০ ক্যাটেগরিতে বিভিন্ন প্রযুক্তিপণ্য ও অলঙ্কার থাকবে।
অ্যাপ্লিকেশনটির মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন পণ্য তৈরি ও অর্ডার দিতে পারবেন। সাত থেকে ১৪ দিনের মধ্যে ভোক্তাদের কাছে পাঠানো হবে পণ্যটি।
ত্রিমাত্রিক প্রিন্টার সম্প্রতি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। শিল্পীরা এই প্রযুক্তি ব্যবহার করছেন অনলাইন ও প্রচলিত দোকানে পণ্য বিক্রির জন্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।