যান্ত্রিক সভ্যতার খোলসে বন্দী জীবনে
বিচ্যুত পথচলা।
খসে পড়া আত্মীক সম্পর্কের বাঁধন-
পার্থিব জীবনের অপার্থিব খেয়ালে ভরা ভার্চুয়ালের পাতা।
যন্ত্রণার শেকল ছুঁড়ে
বহমান ত্রিমাত্রিক অভিলাষ ।
নাড়ির সম্পর্ক, কাঁকনের রিনঝিন শব্দ
পিতৃ-পূরুষের ঋণ উপেক্ষিত সমকামীতায় ।
নেতিবাচক অবার্চিন উচ্চাভিলাষ ।
স্বপ্নের সিঁড়ি ভাঙার ধপধপ আওয়াজ-
রাজনীতির ঘোলাজলে স্বপ্নের বিকিকিনি
উপরে উঠার নীলনকশা।
হাতের মুঠোয় কম্পিউটারের মাউস
ইন্টারনেটে কল্পিত প্রিয়ার হাতছানি-
রাত জেগে ব্লগের পাতায় কল্পনার ফানুস
আধ ঘুমে অদেখা প্রিয়ার স্বপ্নে আনাগোনা
অফিস কামাই রোজ রোজ ।
সজ্জিত মঞ্চে নিভু নিভু আলো
পাত্র-পাত্রীর গ্রীনরুমে নাটকের পঞ্চম অংক প্রদর্শনীর প্রস্তুতি-
সহসা হা হা রবে বিবেকের দৈববাণী।
ঘুম ভেজা চোখে প্রদর্শনীর সমাপন।
হুইসেল বাজে-
ভারী কালো পর্দায় ঢাকা পড়ে মঞ্চ।
অতঃপর অন্ধকার, নিকষ কালো অন্ধকার ।
একটি উচ্চাভিলাষের যবনিকা। কবি লিখে যায়-
একটি নিবন্ধিত নপুংসক কবিতা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।