সাবধান! সুস্থ মানুষের কাছে লেখাটা বিরক্তির কারণ হতে পারে
১.
ভাল লাগেনা। ভালবাসা, তোর সঙ্গে আঁড়ি।
মেঘকে সঙ্গী করে নিলুম! আচ্ছা, দারুণ সখ্য তবুও কেন জানি আপন আপন হয়না! সিদ্দিক ভাই, সত্যি বলছি, আমিও তোমার মত এখনো ‘বর্ষা’কে ‘বর্শা’ লিখি। বৃষ্টিতে দেহ ভিজে, মন শুকিয়ে কাঠ।
২.
সিগারেটের দামটা বেড়ে বেশ ভালোই হল।
সস্থা ছাইয়ের সুগন্ধে ভরপুর সারাটা দিন। বৃষ্টির টুপটাপ শব্দে অলস সময়গুলো নি:শব্দে চুরি করে নেয় সময়হন্তারক যন্ত্ররা। প্রযুক্তির অন্তরজালে জ্বলি সারাক্ষণ।
৩.
নিহত হবার পর আসমানি দূতের জন্য অপেক্ষা। মনে মনে কত কী ভাবি।
স্বর্গ-নরক, আকাশ-পাতাল। আরো কত ছাই-পাশ। মাথা-মুন্ডু! হঠাৎ, অনাকাঙ্কিত রূপ নিয়ে তুমি হাজির। ওমা, একী! এই আমার আসমানি দূত! মাথার চুলগুলোতে আঙুল বুলিয়ে দিতে দিতে আমাকে বললে, ‘তোমার এমন কী ঠেকা পড়ল, স্বর্গ-নরকে যাওয়ার? এই দেখো, আমি অমৃত নিয়ে হাজির। জীবনকে পান না করে তোমার মরণ নেই’।
খোদার কসম্, বিশ্বাস করো আমি মরতে চায়নি। তোমার পেয়ালায় দিয়েছিলাম তৃষ্ণার্ত চুমুক। তবুও বাঁচা হলনা। আবারো মৃত্যু আসে।
যমদূত, তুইই আমার কাছের সঙ্গী।
একনিষ্ঠ প্রেমিক.... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।