আজ বারতি ভাড়া দিয়েই ঢাকা হতে কুমিল্লায় আসতে হলো. এক বছরের মধ্যে দু’বার দাম বাড়লো. আগে যেখানে 110 টাকা দিয়ে আসতম এক বছরের ব্যবধানে এ ভাড়া 140 টাকা হলো!!! যারা কুমিল্লার বাসিন্দা তারা জানি তিশা/ এশিয়া লাইন বাসের একচেটিয়া আধিপত্যের কথা.আজ যখন বললাম,130টকা ভাড়া যখন নির্ধারন করছিলা তখন তো সরকারি প্রতি কি:মি: হিসাবে করনি নিজেদের মনমত ভাড়া নির্ধারন করেছিলে, তো এখন 10 টাকা বৃ্ধির কি দরকার ছিল? বারতি ভাড়া তো আগে থেকেই নিচ্ছ….. উত্তর কী পেলাম জানেন……….. ‘কাজির গরু কেতাবে আছে,গোয়ালে নাই, পাবলিকরে যা দেয় াই তো খায়, আমগো কি দোষ’ ভেবে দেখলাম ঠিকই তো!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।