আমাদের কথা খুঁজে নিন

   

নতুন অধিনায়ক কে অভিনন্দন আর এই অধমের কিছু টিপস

গত কিছুদিন ক্রিকেট মহলে "talk of the country" ছিল কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক। অবশেষে মুশফিক কে অধিনায়ক এবংমাহমুদুল্লাহ কে সহ-অধিনায়ক করে দল ঘোষনা করলো ক্রিকেট বো্র্ড। নতুন অধিনায়ক কে অভিনন্দন। এখন নতুন অধিনায়ক কে এই অধমের কিছু "টিপস".. ১। বো্র্ড সভাপতি কে সব সময় "জ্বী স্যার, জ্বী স্যার" করতে হবে, এমনকি তাঁর ফোন যখন যে অবস্থাতেই আসুক দাড়িয়ে স্যালুট দিতে হবে।

২। প্রধান নির্বাচক ও তাঁর গং কে সমঝে চলতে হবে। বিদেশ সফরে গেলে তাঁদের স্ত্রী-পুত্রদের জন্য "গিফট" আনা বাধ্যতামুলক। সাথে ১ নং ফোলো করতে হবে। ৩।

"হেড অব ডেলিগেশন" শব্দটার মানে ভাল করে বুঝতে হবে, না বুঝলে ডিকশনারি দেখতে হবে। সাথে ১ ও ২ নং ফোলো করতে হবে। ৪। আলু-কন্ঠ মার্কা পত্রিকার ক্রিড়া সম্পাদক-প্রতিবেদকের সাথে "ভাল" সম্পর্ক রাখতে হবে। তাদের চা-নাস্তা খাওয়ানোর জন্য প্রতি মাসে নিজের আয়ের কিছু অংশ বরাদ্দ রাখতে হবে।

৫। তারপর আপনার পারফরমেন্স..ঐ টা কোনো বিষয় না। ..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.