এম এ জোবায়ের নিজেকে একেবারে কুয়োর ব্যাঙ মনে হচ্ছে। এই মাত্র বিডিনিউজ২৪ ব্লগে “ফিউচারিস্ট” এর ব্লগ অভাবিত নাফাখুম পড়লাম আর বিস্মিত হলাম। পরে নেটে সার্চ দিয়ে ব্লগে, ফ্লিকারে, ট্রাভেল সাইটে, খবরের কাগজে অনেক তথ্য পেলাম নাফাখুম নিয়ে। এত সুন্দর জায়গা আমার দেশে আছে বিশ্বাসই হতে চায় না। বলতে লজ্জা হচ্ছে, নাফাকুমের নাম আমি এই প্রথম শুনলাম।
শুধু পড়েই অভিভুত এবং বিস্মিত, বাস্তবে দেখলে না জানি কি হবে। এখনই আমার নাফাখুম ছুটে যেতে ইচ্ছা করছে। হয় আজ না হয় কাল অবশ্যই যাব। আপনি? আপনি যাবেন তো? নাফাকুম নিয়ে অনেক বিবরণ আর ছবির লিংক থেকে নিচে কয়েকটা দিলাম, পড়লে আর দেখেলে আপনার মনও নফাখুম ছুটে যাবে। আমার পরামর্শ অন্য কেউ দেখার আগেই আপনি নাফাখুম দেখে আসুন।
যারা ব্লগে, খবরের কাগজে, ট্রাভেল সাইটে নাফাখুম নিয়ে লিখেছেন ছবি আপলোড করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের এই পরিশ্রম বৃথা যাবেনা, আপনাদের লেখা পড়ে ছবি দেখে অনেকেই নাফাখুম বেড়াতে যাবেন, নিদেন পক্ষে বেড়াতে যেতে আগ্রহী হবেন। আর একটা কথা আপনাদের প্রতেকের লেখা এবং ছবিগুলো দারুণ।
http://blog.bdnews24.com/futurist/38461
Click This Link
Click This Link
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।