আমাদের কথা খুঁজে নিন

   

দুস্থ সংস্কৃতিসেবীর ভাতা পেলেন আ.লীগের ধনাঢ্য নেতা

বগুড়ার ধুনটে দুস্থ সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণ ভাতার তালিকায় অনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নাম প্রকাশ না করার শর্তে উপজেলার কয়েকজন সংস্কৃতিসেবী বলেন, ‘আমরা যারা পেশা হিসেবে সাংস্কৃতিক চর্চা এবং গান পরিবেশন করি, তাদের নাম তালিকায় নেই। অথচ সংগঠনের দায়িত্বশীল নেতারা আওয়ামী লীগের নেতা, শিক্ষক, চিকিৎসক ও একজন চিহ্নিত রাজাকারের নামে টাকা উত্তোলন করেছেন। ’ ধুনট উপজেলা থিয়েটারের সাধারণ সম্পাদক আয়নাল হক বলেন, ‘অনেকের নাম তালিকায় দেওয়া হয়েছিল। এর মধ্যে কয়েকজনের নাম বাদ পড়ায় তাঁদের নামে বরাদ্দ পাওয়া যায়নি।

যাঁদের নামে অভিযোগ উঠেছে, তাঁদের নামে বরাদ্দ পাওয়ার ব্যাপারে আমার কোনো হাত ছিল না। তাঁরা নিজেরাই ফরম সংগ্রহ করে তালিকাভুক্ত হয়ে ৫৬ হাজার ৬০০ টাকা উত্তোলন করেছেন। ’ ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিস সূত্রে জানা গেছে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে ২০১০-১১ অর্থবছরে দুস্থ সংস্কৃতিসেবীদের মাসিক কল্যাণ ভাতার তালিকায় বগুড়ার ৭০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁদের নামে প্রতি মাসে ৫০০ থেকে ৮০০ টাকা করে চলতি বছরে মোট পাঁচ লাখ ৬০ হাজার ৪০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ধুনট উপজেলার নয়জন দুস্থ সংস্কৃতিসেবীর নামে ৫৭ হাজার ৬০০ টাকা বরাদ্দ রয়েছে।

এই বরাদ্দ পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ধুনট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ধনাঢ্য আফছার আলী, ধুনট এইচ আর দাখিল মাদ্রাসার শিক্ষক হারুনার রশিদ, দুজন পল্লিচিকিৎসক গোলাম রব্বানী ও মনজুরুল ইসলাম এবং উপজেলার চিহ্নিত রাজাকার আবদুল হামিদ। সবুজ খেলাঘর আসরের ধুনট উপজেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, এ তালিকায় প্রকৃত দুস্থ সংস্কৃতিসেবীদের নাম নেই। সংস্কৃতিসেবী নন, এমন কয়েকজনের নামের তালিকা দিয়ে টাকা উত্তোলন করা হয়েছে। ইউএনও আতাউল গনি বলেন, ‘আমি এখানে যোগদানের আগে এই তালিকা করা হয়েছে। আমি এসে দুই সপ্তাহ আগে শুধু বরাদ্দ পাওয়া অর্থের চেক তাঁদের মাঝে হস্তান্তর করেছি।

অনিয়মের বিষয় নিয়ে আমার কাছে অনেকেই অভিযোগ করেছেন। ’ বগুড়া জেলা শিল্পকলা একাডেমীর সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা সাগর বসাক বলেন, ‘আমার কাছে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ’ref---prothom-alo.com. ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.