চিত্রনায়িকা কবিতা আর নেই। বাংলাদেশি চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় এই অভিনেত্রী অত্যন্ত দুস্থ অবস্থায় আজ শুক্রবার সকালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।
ষাট ও সত্তর দশকের জনপ্রিয় এই অভিনেত্রীর জন্ম ১৯৫২ সালে পশ্চিম পাকিস্তানের করাচিতে। পরে পূর্ব পাকিস্তানে পরিবারসহ ফিরে পাবনার মাসুমদিয়ায় বসবাস শুরু করেন।
ষাটের দশকে শিশুশিল্পী হিসেবে ‘কাঞ্চনমালা’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। পরে ‘মলুয়া’ চলচ্চিত্রের মাধ্যমে ‘কবিতা’ নামে অভিনয় শুরু করেন।
সত্তরের দশকে চট্টগ্রামের ব্যবসায়ী চিত্রপ্রযোজক ও স্থানীয় বনানী কমপ্লেক্স প্রেক্ষাগৃহের কর্ণধার গোলাম কবিরকে ভালোবেসে বিয়ে করেন। কবিতা দুই ছেলে ও এক কন্যাসন্তানের জননী। সত্তর দশকের শেষ দিকে গোলাম কবিরের সঙ্গে দাম্পত্য জীবনের অবসান হয়।
তাঁর তিন সন্তানের মধ্যে বড় ছেলেটি মানসিক ভারসাম্যহীন। এই ছেলেটিকে নিয়ে পরবর্তী সময়ে চরম দুঃখ-কষ্টে দিনযাপন করেন তিনি। এরপর আবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেও সেই বিয়েও বেশি দিন টেকেনি। একরকম নিঃস্ব অবস্থায় ঢাকার বিভিন্ন স্থানে মানবেতর জীবন যাপন করে আসছিলেন অভিনেত্রী কবিতা।
সর্বশেষ প্রায় সাত-আট বছর ধরে পল্লবীর রূপনগর টিনশেড কলোনির মধুবাবুর বাড়িতে অভাব অনটনের মধ্য দিয়ে করুণ অবস্থায় জীবনযাপন করে আসছিলেন।
তিনি নানা অসুস্থতায়ও ভুগছিলেন। আজ সকাল সাতটার দিকে হূদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘জংলি মেয়ে’, ‘ছোটসাহেব’, ‘চাঁদ আওর চাঁদনী’, ‘স্বপ্ন দিয়ে ঘেরা অধিকার’, ‘কে আসল কে নকল’, ‘পিঞ্জর’, ‘ধন্যি মেয়ে’ প্রভৃতি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।