লাঠিসোটা, লম্বা লাঠির মাথায় মশাল আগেই গলির চিপায় চিপায় রাখা ছিল। পকেটে প্লাস্টিকের বোতল ভর্তি পেট্রল, ঢাকার রাস্তায় ফুটপাথ দিয়ে শতশত পথচারি হাটে, তারাও গ্রুপে ভাগ হয়ে হাটার ভান করছিল। অপেক্ষা করছিল কমান্ডারের একটি সিগনেলের। দুই প্লাটুন পুলিশ ছিল ঢিলাঢালা ভাবে, কারন এর আগে পিটুনি দিয়ে সহজেই বাগে আনা গেছে। এবার বুঝতেই পারে নাই চিপায় লুকানো হাজার হাজার। এর পর সম্মিলিত হামলায় কোনঠাশা পূলিশ। হামলাকারি দের কেউ কেউ মুখবাধা, আগেই কয়েকবার মহড়া করে নিয়েছে নিশ্চই। নইলে এত নিখুত ভাবে একমিনিটের কম সময়ে গাড়ির কাচ ভেংগে ভেতরে মুখ খোলা পেট্রল ভরা বোতল ছেড়ে দিয়ে আরেক জন লম্বা লাঠির মাথায় মশাল দিয়ে ধরিয়ে দেওয়া। প্রশিক্ষিত পেশাদার কাজ না শান্তিপুর্ন মিছিল ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।