অমাবস্যার কালো রাতেও নতুন সূর্যের অপেক্ষা্য থাকি... বাংলাদেশে ব্লগিং শব্দটার সাথে সকল শ্রেণীপেশার মানুষের খুব একটা পরিচয় নেই। তবে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কিম্বা সাহিত্য মনস্ক মানুষের কাছে ব্লগ একটি ভাব প্রকাশের জায়গা। যারা নিয়মিত ব্লগিং করেন তারা অধিকাংশই রাজনীতির সাথে সরাসরি যুক্ত নন কিম্বা কোন বিশেষ গোষ্ঠী শ্রেণীর তল্পীবাহক নন। তাই ব্লগারদেরকে ভয় পেয়ে তাদের উপর ঝাপিয়ে পড়া, চোরাগোপ্তা হামলা করা খুব একটা সাহসিকতার পরিচয় না। ব্লগার আসিফ এর নিজস্ব মতাদর্শ থাকতে পারে, সেটা কারো পছন্দ হতে পারে কারো নাও হতে পারে, কিন্তু সেই মতাদর্শ কে ভয় পেয়ে তার উপর শারিরীক হামলা করাটা হামলাকারীদের আদর্শিক ও মতাদর্শের দৈন্যতাকেই বারংবার প্রমানীত করে। আমি ব্লগে নতুন, আসিফ ভাই এর ব্যাপারে ফেসবুকে অনেকগুলো লিখা পড়ে কিছু লিখার তাড়না অনুভব করছিলাম। আজকে একজন আসিফ এর উপর হামলা হয়েছে, আমরা যারা আসিফ কে অপছন্দ করি, তারা যদি ঘরে বসে প্রশান্তির হাসি হাসতে থাকি তবে কাল যদি আমার উপর হামলা হয়, আমার পাশে কেউ দাঁড়াবে না, এটাই সত্যি। আমি বলছি না, সবাই আসিফ এর বিচার চেয়ে রাস্তায় নেমে আসতে হবে, তবে একজন লেখক, একজন ব্লগার এর উপর হামলা হয়েছে এটার নিন্দা জানানো অন্তত আমাদের দায়িত্বের মধ্যে পড়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।