লন্ডনে দুবৃর্ত্তদের পরিকল্পিত হামলার শিকার হয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। সোমবার লন্ডন সময় রাত সাড়ে ১০টায় এটিএন বাংলা ইউকের টকশোতে অংশ নেওয়ার আগে অভ্যর্থনা কক্ষে এ হামলার ঘটনা ঘটে। এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী এবং বাংলাদেশ হাইকমিশনের দুজন কর্মকর্তা। অভ্যর্থনা কক্ষে তথ্যমন্ত্রী যখন টকশোর প্রস্তুতির জন্য কাগজে নোট নিচ্ছিলেন তখন দুজন যুবক তথ্যমন্ত্রীর সঙ্গে ছবি তুলতে চান। তথ্যমন্ত্রী তাতে রাজি হলে তারা কাছে গিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়।
সঙ্গে সঙ্গে মন্ত্রীর স্ত্রী ও অন্যরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় হামলাকারীরা মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়ে, তবে তা লক্ষ্যচ্যুত হয়। তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রী সুস্থ আছেন। হামলা সত্ত্বেও তিনি নির্ধারিত লাইভ টকশোতে অংশ নেন। লন্ডনে তথ্যমন্ত্রীর ওপর কাপুরুষোচিত হামলা নিঃসন্দেহে একটি নিন্দনীয় ঘটনা।
এ হামলায় কারা জড়িত এবং কি তাদের উদ্দেশ্য তা যথাযথ তদন্তে উদঘাটিত হতে পারে। তবে অনুমান করা হচ্ছে, যুদ্ধাপরাধ, ধর্মান্ধতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে কট্টর অবস্থানের কারণে তার ওপর ওই হামলা চালানো হয়েছে। তথ্যমন্ত্রীও তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এটি রাজনৈতিক প্রতিপক্ষের কাজ। লন্ডন পুলিশ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা তদন্ত করে দেখছে। এটিএন বাংলা ভবনের ক্লোজ সার্কিট ক্যামেরায় ধারণকৃত ফুটেজ দেখে দুর্বৃত্তদের চিহ্নিত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
লন্ডনে তথ্যমন্ত্রীর ওপর হামলা অসহিষ্ণুতার নিন্দনীয় দৃষ্টান্ত সৃষ্টি করেছে। গণতান্ত্রিক রাজনীতি বহু মত ও বহু পথের সহাবস্থান নিশ্চিত করে। রাজনৈতিক ক্ষেত্রে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু কিংবা তার দল জাসদ বা তিনি যে সরকারের মন্ত্রী, সেই মহাজোট সরকারের সঙ্গে যে কারও দ্বিমত থাকতে পারে। কিন্তু এ জন্য যারা শারীরিকভাবে হামলার পথ বেছে নেয়, তারা প্রকারান্তরে নিজেদের গণতান্ত্রিক অধিকারকেই প্রশ্নবিদ্ধ করে। দেশের বাইরে দেশের সুনাম ক্ষুণ্ন করে যারা প্রতিহিংসা চরিতার্থ করতে চেয়েছে তাদের মানসিক সুস্থতা কতটুকু, তা একটি প্রশ্নের বিষয়।
আমরা এ কাপুরুষোচিত হামলার নিন্দা জানাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।