আমাদের কথা খুঁজে নিন

   

কে হচ্ছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল

সোমবার রাতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারম্নল ইসলামকে গ্রেফতার করার পর এ দায়িত্বে কে আসছেন তা নিয়ে ভাবছে দলটি। আজহার ছাড়া না পাওয়া পর্যন্ত তার স্থলাভিষিক্ত হচ্ছেন দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। দলের নির্ভরযোগ্য একটি সূত্র বার্তা২৪ ডটকমকে এ তথ্য জানিয়েছে। যদিও অন্য একটি সূত্র জানায়, অপর এক সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মুজিবুর রহমান এ পদে আসতে পারেন । তবে এর সবই নির্ভর করছে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহম্মেদের ওপর।

কেননা নিয়ম অনুযায়ী দলের আমিরের ওপরই নির্ভর তিনি কাকে সেক্রেটারি জেনারেল করবেন। এ দিকে অন্য এক নির্ভরশীল সূত্রে জানা যায়, জামায়াতের নেতৃত্বের ধারাবাহিকতার পরবর্তী পর্যায়ের যে সেটআপ রয়েছে তাতে তৃতীয় ধাপের সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব নিতে পারেন ঢাকা মহানগরী জামায়াত আমির মাওলানা রফিকুল ইসলাম খান। সেক্ষেত্রে ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব নিতে পারেন অধ্যাপক মুজিবুর রহমান। বর্তমান ভারপ্রাপ্ত আমির রাজনৈতিক দূরদর্শিতায় যথেষ্ট ভূমিকা রাখতে পারছেন না বলে দলের ভিতরে ও বাইরে সমালোচনা রয়েছে। বিশেষ সূত্র জানায়, নিজামী ও মুজাহিদ জামায়াতের নেতৃত্বের যে রূপরেখা দিয়ে গেছেন তাতে রফিকুল ইসলাম খানের নতুন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে আসার সম্ভাবনা রয়েছে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ নিজামী ও সাঈদীকে ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার এক মামলায় গ্রেফতার হন। পরবর্তীতে তাকে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের মামলা গ্রেফতার দেখানো হয়। এ ছাড়াও তিনি ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি। মুজাহিদকে গ্রেফতারের পর দলটির নীতি নির্ধারণের সর্বোচ্চ ফোরাম নির্বাহী পরিষদ ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে এটিএম আজহারুল ইসলামকে মনোনয়ন দেয়। তিনি দীর্ঘদিন এ পদে দায়িত্ব পালন করে আসছেন।

সোমবার জামায়াতের বিক্ষোভ কর্মসূচিতে রাজধানী ঢাকাসহ সারা দেশব্যাপী পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ জড়িয়ে পড়ে দলের নেতাকর্মীরা। দু’দিনের কর্মসূচির প্রথম দিন শেষে জামায়াত সোমবার সন্ধ্যায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ দেয়। এর কিছু পরে পুলিশ ও ডিবি পুলিশের এক অভিযানে জামায়াত নেতা আজহারকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তা থেকে গ্রেফতার করে এবং ভিতর থেকে কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অধ্যাপক তাসনিম আলম, অধ্যাপক ইজ্জত উল্লাহসহ ২০ থেকে ২৫ জন গ্রেফতার করে। গ্রেফতারের পর দলটি নতুন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল কে হচ্ছেন তা নিয়ে ভাবতে শুরু করেছে দলটি নীতি নির্ধারণী ফোরাম। আজহার গ্রেফতারের মামলার ধরণ দেখে দলটি পরবর্তী নেতৃত্ব ঘোষণা দিবেন।

এ জন্য তারা কিছু সময় নিচ্ছেন। তবে মামলা যদি অজামিনযোগ্য হয় তাহলে দলের নেতৃত্বে পরবর্তী নেতা হিসেবে ডা. শফিকুর রহমানকে ভাবা হচ্ছে । তবে তা এখনো চূড়ান্ত হয়নি। ডা. শফিকুর রহমান আগে সিলেট মহানগরী জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেছেন। জেষ্ঠ্যতার বিচারের জামায়াতের পরবর্তী সেক্রেটারি জেনারেল হিসেবে অধ্যাপক মুজিবুর রহমান আসলেও সব মহলে গ্রহণযোগ্যতার কারণে ডাঃ শফিকুর রহমান এগিয়ে রয়েছেন।

দলের অপর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক জামায়াতের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনা করায় তাকে এ পদের জন্য ভাবা হচ্ছে না। উলেস্নখ যে, জামায়াতের শীর্ষ তিন নেতা গ্রেফতারের পর ভারপ্রাপ্ত আমির ও সেক্রেটারি জেনারেল হিসেবে মকবুল আহমেদ ও আজহারম্নল ইসলামকে মনোনীত করা হয়। দলের জ্যেষ্ঠ সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লাকে ডিঙ্গিয়ে আজহারকে সেক্রেটারি জেনারেল করায় দলের ভিতরে ব্যাপক সমালোচনা হয় http://barta24.net/index.php?view=details&data=Islamic&news_type_id=1&menu_id=76&news_id=11047 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।