আমাদের কথা খুঁজে নিন

   

কে হচ্ছেন বর্ষসেরা

জুরিখের দিকে তাকিয়ে আছে বিশ্বের তাবৎ ফুটবলভক্ত। কার হাতে শোভা পাবে বর্ষ সেরা ফুটবলারের ট্রফি ফিফা ব্যালন ডি'অর! উদ্বেগমাখা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন মেসি, রোনালদো এবং ফ্র্যাঙ্ক রিবেরির সমর্থকরাও। ফিফার পক্ষ থেকে আজই ঘোষণা করা হবে ব্যালন ডি'অর বিজয়ীর নাম।

ফিফা ব্যালন ডি'অর ট্রফির সূচনা থেকে টানা তিনটি বছর বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির সামনে প্রতিদ্বন্দ্বী বলতে গেলে তেমন কেউই ছিল না। প্রথমবারের মতো আর্জেন্টাইন জাদুকর কেবল শক্ত প্রতিদ্বন্দ্বীরই মুখোমুখি হচ্ছেন না বরং ব্যালন ডি'অরে প্রথম পরাজয়ের গন্ধও পাচ্ছেন! গত বছরটা লিওনেল মেসির জন্য দারুণই কেটেছে।

গোলের বন্যা বইয়ে তিনি বার্সেলোনাকে এনে দিয়েছেন লা লিগা এবং স্প্যানিশ সুপার কাপের শিরোপা। তবে গোল এবং শিরোপা দুই দিকেই মেসির শক্ত প্রতিপক্ষ এবার হাজির। বায়ার্ন মিউনিখকে বছরের পাঁচটা শিরোপা উপহার দিয়েছেন ৩০ বছর বয়সী ফরাসি তারকা ফ্র্যাঙ্ক রিবেরি। এর মধ্যে কেবল গোল করা নয়, গোল করিয়েই তিনি দলকে এনে দিয়েছেন সফলতা। ২৮ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো কোনো শিরোপা জয় করেননি, তবে ব্যক্তিগত সফলতার তালিকায় ক্যারিয়ারের সেরা বছর কাটিয়েছেন তিনি।

২৬ বছর বয়সী লিওনেল মেসির ৪৫ গোলের বিপরীতে রোনালদোর গোল সংখ্যা ৬৯টি! মেসি ৪৬ ম্যাচে করেছেন ৪৫ গোল। রোনালদো ৬০ ম্যাচেই করেছেন ৬৯ গোল! এই পরিসংখ্যান সামনে রাখলে রোনালদোকেই ফিফা ব্যালন ডি'অরের জন্য অধিক যোগ্য মনে হয়। আর ববি লিনেকারের ভাষ্যমতে, ব্যালন ডি'অর কোনোভাবেই দলীয় পুরস্কার নয়, এটা একটা ব্যক্তিগত সফলতার পুরস্কার। দলীয় অর্জনগুলোকে পাশে রেখে দিলে নিঃসন্দেহে রোনালদোই এবারের ব্যালন ডি'অর জয়ের দাবি করতে পারেন।

ক্রিস্টিয়ানো রোনালদো কিছুদিন আগে হুমকি দিয়েছিলেন, ব্যালন ডি'অর গালা বর্জনের।

সেই হুমকি তিনি প্রত্যাহার করেছেন। এবার কেবল রোনালদোই নয়, জুরিখের অনুষ্ঠানে উপস্থিত থাকছে রোনালদো পরিবারের প্রায় সব সদস্যই! এর আগেও রোনালদো বর্ষসেরা হয়েছেন। সেটা ২০০৮ সালে। রোনালদো তখন বিশ্বসেরা তারকা। এরপর লিওনেল মেসির দাপটে বিশ্বসেরার তকমাটা বাদ দিতে হয়েছিল এই পর্তুগিজকে।

দেরিতে হলেও আরও একবার এই তকমাটা গ্রহণ করার সুযোগ এসেছে রোনালদোর সামনে।

রোনালদোর পক্ষে বাজির দরটা বেশি হলেও মেসির দাবিটাকেও অগ্রাহ্য করার উপায় নেই। ভোটাররা ভোট দিয়েছেন নভেম্বরের আগেই। মেসি তখনো পুরোপুরি ইনজুরিতে আক্রান্ত হননি। সেই হিসেবে মেসির পক্ষেও ভোট কম পড়ার কথা নয়।

রোনালদো ভক্তদের অবাক করে দিয়ে আজ মেসির হাতেও উঠতে পারে ফিফা ব্যালন ডি'অরের চতুর্থ ট্রফি। তা হলে টানা পঞ্চমবারের মতো মেসিই হবেন ফিফার বর্ষসেরা ফুটবলার! বিস্ময়ের এই ঘোর কাটতে অবশ্য বেশি সময় অপেক্ষার প্রয়োজন নেই। আজ সন্ধ্যায়ই জানা যাবে বিজয়ীর নাম।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।