সব সময় সত্য কথা বলা টাটকা’র মটরশুঁটি খাইয়া আমার মনে হইল আমি বিষ খাইলাম। আপনার এই বিষ খাইয়া কেমন সাধ পাইছেন জানিনা। তবে বিএসটিআই এর চোখে কেন এই ভেজাল বাংলাদেশী পণ্য চোখে পরিতেছে না। ইহার মোড়ক দেখিলে মনে হয় আমাদের জন্য কাচা মটরশুঁটি ভাজিয়া ঝুলিয়া রাখিয়াছে। মোড়কটি খুলিলেই বুঝিতে পারিবেন ইহাতে যে কতটুকু পরিমাণ সবুজ রং মেশানো আছে।
আপনারা যদি কেহ কাচা মটরশুঁটি পান তাহলে বাড়িতে ভাজিয়া পরীক্ষা করিয়া দেখিবেন ইহা কতটা মচমচে হয়। নিশ্চয় হইবে না। কিন্তু এ.এইচ.জেড এগ্রো ইন্ড্রাটিজ (প্রাঃ) লিঃ শুকনো হলুদ বর্ণের মটরশুঁটিতে রং মেশাইয়া কাচা করিয়া আমাদেরকে খাওয়াইতেছেন। আর এজন্যই বোধ হয় বিএসটিআই এ পণ্যটিকে অনুমোদন দেয়নি, অথচ বাজারে এর সরবরাহ রয়েছে। আমরা না জেনে ৫/- টাকা দিয়ে এ বিষ খাচ্ছি।
এখন আমাকে প্রশ্ন করতে পারেন আপনার কোন সমস্যা হয়েছে? আমি অবশ্যই বলব হ্যাঁ, ইহা খাওয়ার পর আমার পেটে পুটুশ পাটুশ করিতেছে। অতএব আমাদের সকলের সচেতন হওয়া দরকার। আর কোম্পানী মহোদয়ের নিকট আবেদন আপনাদের পণ্যগুলিতে রং মেশাবেন না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।