আমারা ছোট যখন ছিলাম মানে যখন স্কুল কলেজে পড়তাম বা বলা যায় পরালেখায় মাঝে সবসময় পরীক্ষার ব্যাবস্থা থাকে। এর কারণ কি? আমার মনেহয় এর কারণ দুটো। প্রথমত এটা যাচাই করা যে আমরা কতটুক শিখছি। আর দ্বিতীয়ত আমাদেরকে একটা লক্ষ্য দিয়ে দেওয়া, যেখানে আমাদের পৌঁছতে হবে।
(বি.দ্র. আমাদের দেশে এই যাচাই করা আর লক্ষ্যে পৌঁছনের নামে ছাত্রছাত্রীদের একরকম ৪২০ ভোল্টের শক দেওয়া হয়)
যদি এই পরীক্ষা বা লক্ষ্য বিষয়টা না থাকতো তাহলে কেমন হতো? ছাত্রছাত্রীরা পড়তে চাইতো না।
আবার তাদের করার মতো অনেক কিছুও থাকতো না। ফলে তারা একধরনের অস্থিরতায় ভুগতো। সময় কাটানোর জন্য তারা বিভিন্ন অপকর্ম করে মানসিক শান্তি লাভ করতো। সহজ কথা মানুষ খারাপ হবার সম্ভাবনা অনেক বেড়ে যেতো।
আমার কাছে ধর্ম বিষয়টাও অনেকটা তেমন মনে হয়।
ধর্ম আছে বিধায় আমাদের একটি লক্ষ্য আছে। ধর্ম আছে বিধায় আমাদের জীবন ধারনের কিছু নিয়ম নীতি রয়েছে। যদি এই নিয়ম নীতি না থাকতো তাহলে আমরা হয়ে যেতাম অস্থির প্রকৃতির। অনেক ক্ষেত্রে আমরা ভালো আর মন্দকে আলাদা করা শিখতাম না।
ধর্মহীন মানুষের জীবনধারা অনেক বেশি অগোছালো।
তাই তারা গোছানো কোন কিছুই সহ্য করতে পারে না আর গোছানো মানুষের নামে নিন্দা করে মানসিক শান্তি পাওয়ার চেষ্টা করে... ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।