আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহর অশেষ মেহেরবানি। গোল্ডেন এ+ টা পেয়েই গেলুম!

......আছি আরকি... আল্লাহর রহমতে সোনার হরিণ (আমার কাছে!) গোল্ডেন এ+ টা পেয়েই গেলাম। আনন্দের ষোলকলা পূর্ণ হল যখন শুনলাম আমাদের স্কুল মতিঝিল আইডিয়াল এবার ভিকারুন্নিসা, রাজউককে ডিঙ্গিয়ে সারা দেশে প্রথম হয়েছে! বড়ই আনন্দ! আসুন শুরুতেই মিষ্টিমুখ করুন... আরেকটু মিষ্টি... এই আরেকবার নেন তোহ! জানেনই তো দানে দানে তিনদান! আইডিয়ালের তো প্রায় সবাইই গণহারে এ+, কিন্তু গোল্ডেন নিয়ে চিন্তা ছিল। যখন শুনলাম আমাদের বাঘা বাঘা অনেক ছাত্রের গোল্ডেন মিস গেছে, তখন তো বাস্তবিকই ভারি চিন্তায় পড়ে গেলাম। একটা ভাল রেসাল্ট ভবিষ্যতের কঠিন কম্পিটিটিভ জগতে যে কত বড় সহায়ক হিসেবে কাজ করে, তা বলাই বাহুল্য। স্কুলে সবাই আনন্দ করছে, আমিও লাফালাম, স্লোগান দিলাম- শীর্ষে কারা? আইডিয়াল! সেরা কারা? আইডিয়াল! (এইরকম স্লোগান আইডিয়ালের ছেলেমেয়েরা দিতে ভুলেই গিয়েছিল গত কয়েক বছরের পারফরম্যান্সে!) কিন্তু মনের মধ্যে একটা খটখট, গোল্ডেন না পেলে তো হরিষে কঠিন বিষাদ।

শুধু বিষাদ না, একেবারে 'ব হ্রস ই কার মূর্ধণ্য স আকার দ' যাকে বলে! অবশেষে বিকেলে কাঁপা কাঁপা হাতে কোনমতে এসএমএস করে জানতে পারলাম সেই অতিব মহৎ সুখবর---একটা, দুইটা, তিনটা... হাঁ হাঁ ওই দেখতে পাচ্ছি - নয় সাবজেক্টের পাক্কা নয়টার পাশেই পিচ্চি পিচ্চি করে A+ লেখা ... কি? একটাতে প্লাস কই? হার্টবিট মিস করে গেল... ও, না, না, আছে তো... প্লাস আছে তোহ...!!!! সবগুলোর পাশেই আছে। একদম পরিষ্কার। ঝকঝকে। রাতের তারার মত ঝিকমিক করছে। আর কোন দ্বিধা নেই... ওররে মাম্মা গোল্ডেন পাইয়া গেছি রে... নেন ভাইসব রসমালাই খান! লন লন আরো খান।

খাইতেই থাকেন আর খাইতেই থাকেন... এবার একটু ঝাল আইটেম...আমার অতি প্রিয় খাবার ফুচকা একটু মোগলাই... দ্বিধা করবেন না, একেবারে খাঁটি মিস্টারবিন থুক্কু সয়াবিন তেলে ভাজা গরম গরম মোগলাই... এই গরমে হিমশীতল সুস্বাদু আইসক্রিমের সাথে কি কিছুর তুলনা চলে! এই আনন্দের সাথে কিছুটা বিষাদও মিশে আছে, কারন আমার অনেক প্রিয় বন্ধুবান্ধবের গোল্ডেন মিস গেছে। গোল্ডেন পাওয়াটা অবশ্যই অনেক আনন্দের, কিন্তু এর সাথে দায়িত্বের বোঝাটাও যেন বেড়ে গেল অনেকগুণ। এটা তো জীবনের খেলাঘরে একটা ছোট্ট পদক্ষেপ মাত্র, সাফল্যের চূড়ায় আরোহন করার পথে এরকম আরো কত স্টেপ যে পার হতে হবে তার ইয়ত্তা নেই। আনন্দটা যেন তাই অনেক পরিমিত, আল্লাহর কাছে শুকরিয়ার কোন সীমা-পরিসীমা নেই। পরিশেষে আমার সাথের এস এস সি পরিক্ষার্থী সব ভাই-বোনদের শুভেচ্ছা।

যারা ভাল রেসাল্ট করেছেন, তাদের অভিনন্দন। তবে এই আনন্দে অন্ধের মত ভেসে গেলে চলবে না। যারা কাঙ্খিত ফল লাভে সমর্থ হননি, তাদের বলব- এটা জীবনের শুরু মাত্র। জীবনব্যাপী প্রতিযোগিতার প্রথম ধাপে হোঁচট খেয়েছেন, তাই বলে ভেঙে পড়লে চলবে না। পরিবারের কাছ থেকে হয়তো অনেক রূঢ় বাক্য শুনতে হতে পারে, এটা মেনে নেওয়া ছাড়া উপায় নেই।

বীরভোগ্যা বসুন্ধরা। পরাজিতের জন্য কারো কোন সহানুভূতি নেই। এটাই দুনিয়ার নিয়ম। আমাদের সবাইকে পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হতে হবে। যথাযথ প্রস্তুতিতে পরবর্তী ধাপে সাফল্য অবশ্যই আসবে ইনশাল্লাহ।

আর জানাই তো আছে- 'শেষ ভাল যার, সব ভাল তার' সবাইকে শুভকামনা! সবাই ভাল থাকবেন! দেশের এই সংকটকালে পেপারের হাস্যোজ্জ্বল মুখগুলো ক্ষণিকের জন্য হলেও সবার আনন্দের উপলক্ষ হয়ে উঠুক কামনা করি। সবাই আমাদের জন্য দোআ করবেন। আমরা যেন পিলার ঠেলাঠেলি বন্ধ করে দেশটাকে ঠেলতে শিখি। ঠেলতে ঠেলতে একেবারে উন্নতির শিখরে নিয়ে যেতে পারি... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.