আমাদের কথা খুঁজে নিন

   

কেমন হলো আমাদের মানববন্ধন ?

মিথ্যা সবার কাছেই ঘৃনার হোক জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকুরীচ্যুত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বিভিন্ন দাবীতে ১৭ সেপ্টেম্বর ২০১১ তারিখ সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিশাল মানববন্ধনের আয়োজন করে। এরই কিছু খন্ড চিত্র তুলে আনলাম আপনাদের জন্য। মানববন্ধনটি সেই পুরানা পল্টন মোড় হতে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিয়ে কার্জন হলের সামনের চৌরাস্তা পর্যন্ত অবস্থান নেয়। মানববন্ধটি ক্রমেই আরো লম্বা হতে খাকে। এতে জিয়া পরিষদের কেন্দ্রীয় সভাপতি কবির মুরাদ তার সংগঠনের নেতা কর্মীসহ যোগ দেন।

যোগ দেন ড. সদরুল আমিন ও ড. তাসমেরী এর নেতৃত্বী ঢ়াকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। যোগ দেন দেশের বিভিন্ন অঞ্চলের কলেজের অধ্যক্ষবৃন্দ। যোগ দেন জাতীয় গনতান্ত্রিক পার্টি র সভাপতি শফিউল আলম প্রধানসহ বিপুল সংখ্যক রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের চাকুরীচ্যুত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দাবীগুলো এভাবেই তুলে ধরার চেষ্টা করে মিডিয়ার সামনে। অনেকে তাদের কান্না ধরে রাখতে পারেননি।

সবার হতভম্ব। তারা এখনো জানে না, কেন তাদেরকে চাকুরীচ্যুত করা হল ? চাকুরীর প্রতিটি নিয়ম কানুন মেনে দীর্ঘ আট বছর পর একদিনের অর্ডারে তাদের চাকুরীর অবসান করা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.