আপাতত ঘুরপাক খাচ্ছি! শব্দেরা আসে এক সমুদ্র ঝিনুক শরীরে, আলোছায়া খেলায় তোমাকে খুঁজে নেয়, খুঁজে নেয় তোমার লেবুপাতা কানের লতি যেন নিশ্চুপে পরিয়ে দেয় ঝিনুক দুল। প্রশস্ত গ্রীবা ঝিনুক দ্যুতি আলোকিত পৃথিবী, চলতে চলতে বোধ ব্যাধি উপেক্ষিত যেন বিশুদ্ধ পারিজাত এক বিহঙ্গ, দুঃসাহসিক মেরু অভিযাত্রী, হিমাচল মরুত্তাপ সাগর সঙ্গম প্রতি পদে পরাজিত। সীমাহীন সাম্রাজ্য জয় করতে করতে সন্মুখে বিদীর্ণ আয়নায় পালক ঝরা অতীত ক্লান্ত ডানা ভগ্ন নীড়রেখা। তোমার গ্রীবায় ঝিনুকশূন্য মালা অদূরে সমুদ্র, পার্শ্ব কেদারায় উপবিষ্ট ঝিনুকের খোঁজে হারমানা নাবিক আমি। ছবিঃ নিজস্ব এ্যালবাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।