উৎসর্গ: বিষ্ণু বিশ্বাস ও শোয়েব শাদাবকে একটা পিস্তল রাখতে চাই পকেটে ওটা লুকিয়েই বন্ধু তোমার সাথে শত্রু তোমার সাথে কোলাহলের ভিতর শোরগোলের ভিতর চুপচাপের ভিতর বয়ে যেতে চাই.. যেন অসহায় মুহূর্তে আমাকে বাজারে তোলার আগেই সুইসাইড খেয়ে নিতে পারি যেন আমার অসহায়ত্বকে পুঁজি করে সমাজের সহানুভুতির মতন ভয়ঙ্কর শুলে না চড়তে হয় যেন আমার অসহায়ত্বকে পাবলিসিটি করে আমার 'প্রকৃত আমি'কে খাটো হতে না হয় যেন আমার অসহায়ত্ব বন্ধু-স্বজনের মত সম্পর্কের দায় চুকাবার চাক্তি না হয়ে যায় অথবা আমার শত্রুরা যেন আমাকেই ব্যবহার করে নিতে না পারে সেই অসহায় অবস্থার জন্য পকেটে একটা পিস্তল রাখতে চাই যেন আমাকে বাজারে তোলার আগেই সুইসাইড খেয়ে নিতে পারি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।