আমাদের কথা খুঁজে নিন

   

মাহে রমজানের ২০টি আমল

আমরা যারা বাংলাদেশে জন্মেছি এবং বড় হয়েছি তাদের জন্ম সূত্রে অহংকারের কিছু বিষয় আছে মাহে রমজানের ২০টি আমল (১)শা’বানের শেষ দিন রমজানের চাঁদ দেখা। (২) দিনে রোযা রাখা। (৩) রাতে তারাবীর নামাজ পড়া। (৪)শেষ সময় সাহারী খাওয়া। (৫) বিলন্ম না করে সুর্যাস্তের সঙ্গে ইফতার করা।

(৬) ইফতারের আগে ও দিনভর দু’আ করা। (৭) কথা ও কাজে মিথ্যাচার এবং মুর্খতা বর্জন করা। (৮) বিবাদ-বিতন্ডা এড়িয়ে চলা। (৯) রোযাদারকে সাধ্যমতো ইফতার করানো। (১০) কুরাআন তিলাওয়াত, মর্মচর্চা ও শিক্ষা করা।

(১১) অধিকহারে দান সাদকা করা। (১২) মিসওয়াক করা (১৩) সামর্থ থকলে উমরা করা (১৪) শেষ দশকে ইবাদতের জন্য অতিরিক্ত পরিশ্রম করা (১৫)শেষ দশকে মসজিদে ই’তিকাফ করা। (১৬)শেষ দশকের বেজোড় রাত সমুহে শবে কদর প্রাপ্তির জন্য ইবাদত করা। (১৭) সাদকাতুল ফিতর আদায় করা। (১৮) ক্ষমা ও জাহান্নাম থেকে মক্তির দু’আ করা।

(১৯) সাধারণ নেক আমল অধিক হারে সুন্দরভাবে সম্পাদন করা। (২০) পাপাচার পরিত্যগ বা তাক্কওয়ার অনুশীলন করা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।