আমি কে যে বারবার অন্ধকারে হারিয়ে আবার আলোতে ফিরে আসি . . বলা হয়ে থাকে ইয়ে করে বিয়া করা ভাল,নাকি বিয়ে করে ইয়ে করা ।এখন কথা হচ্চে ইয়ে টা কি ? ইয়ে ব্যাপারটা কেউ প্রকাশ করল না ।ইয়ে টা কি প্রেম নাকি যৌনতা এখনকার ছেলে মেয়েরা বিয়ের আগে প্রেম করে এবং প্রেমের পুর্নতা দিতে নাকি বিয়ে বর্হিভুত অবৈধ কর্মকান্ড করে থাকে মানে দুই মন এক শরীর নীতিতে এগিয়ে যায় ।কোপত কোপতি বিয়ের আগেই বিয়ে বিষয়ক গোপন কর্মকান্ডের আভিঙ্গতা লাভ করে আর বিশ্বাস করে "এই সিন মনে থাকবে চিরদিন ভালোবাসা কয়দিন" ।এখন কথা হচ্ছে ইয়ে মানে কি সেটাই বুঝানো হয় ।আর এ থেকেই কি এই কথাটির উত্পত্তি হয়েছে ইয়ে করে বিয়ে নাকি বিয়ে করে ইয়ে করা ভাল....:O
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।