১.বিয়ে হল প্রেম, আর প্রেম অন্ধ। সুতরাং বিয়ে হল অন্ধদের একটি আবাস।
২. বিয়ে এমন একটি জায়গা যেখানে একজন পুরুষ তার ব্যাচেলর ডিগ্রী হারায় আর একজন নারী অর্জন করে তার মাস্টার্স।
৩. বিয়ে হল তিন রিংএর সার্কাস। Engagement ring, wedding ring and suffering.
৪. বিয়ে হল চরম উত্তেজনা আর হতাশার।
কারন প্রথম বছর পুরুষ বলে নারী শুনে, দ্বিতীয় বছর নারী বলে পুরুষ শুনে এবং বাকি জীবন তারা বলবে প্রতিবেশী শুনবে।
৫. বিয়ে করা মানে হল বুন্ধুদের সাথে রেস্টুরেন্টে যাওয়া আর আপনি যা খেতে চান তা অর্ডার করা। অতঃপর আপনার নিজের খাবারের চেয়ে বন্ধুর খাবারের প্রতি বেশি নজর দেয়া, আর ভাবা আহারে না জানি ওটাতে কত মজা।
৬. একটি সুখী বিবাহিত জীবনের গোপন রহস্য হচ্ছে দেয়া-নেয়া। পুরুষ দিবে আর নারী নিবে।
৭.ছেলেঃ বিয়ের মূল্য কত?
বাবাঃ জানি না বাবা। কিন্তু আমি এখনো এর মূল্য পরিশোধ করছি।
৮. প্রেম হল দীর্ঘ সুন্দর স্বপ্ন। আর বিয়ে হল এলার্ম দেয়া ঘড়ি।
৯. কথিত আছে বিয়ের আগে যখন একজন পুরুষ একজন নারীর হাত ধরে তখন একে প্রেম বলে।
আর বিয়ের পরে হাত ধরার অর্থ হল আত্মরক্ষা।
১০. একদা একটি বালক তার প্রেমিকাকে বলেছিল সে তার জন্য নরকে যেতে পারবে। বালকটি তা প্রমান করে দেখাল। কারন তারা এখন বিবাহিত।
১১. যখন কেউ তোমার বউকে চুরি করে নিয়ে যাবে তখন তাকে শাস্তি দেয়ার সবচেয়ে বড় উপায় হল তোমার বউ তার কাছেই থাকতে দেয়া।
১২. বিয়ের পর স্বামী-স্ত্রী একটি কয়েনের দুই পিঠ হয়ে যায়। তারা পরস্পরকে দেখতে না পারলেও একসাথে সারা জীবন থাকতে হয়।
১৩. এটা সত্য নয় যে একজন বিবাহিত পুরুষ অবিবাহিতের চেয়ে বেশি দিন বাঁচে। বিবাহিতের সংক্ষিপ্ত জিবনও দীর্ঘ মনে হয়।
১৪. বিয়ের আগে ছেলেরা অসম্পূর্ন, তারপর তারা শেষ হয়ে যায়।
১৫. বউ হারিয়েছে বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের পরদিনই একজন ভদ্রলোক শ’খানেক চিঠি পেলেন। প্রতিটাতেই লেখা 'আমারটা নিয়ে যেতে পার। '
১৬. যখন একজন পুরুষ তার স্ত্রীর জন্য গাড়ীর দরজা খুলে দেয় তখন একটি বিষয় নিশ্চিত হওয়া যেতে পারে হয় তার গাড়ি নতুন অথবা স্ত্রী। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।