আপাতত শূণ্য কিছুদিন আগে টেস্ট সিরিজ দেখতে দেখতে একটা আইডিয়া এসেছিলো মাথায় । ক্রিকেটের বাণিজ্যিকিকরণের এই যুগে আরো কিছু ফিচার যোগ হতে পারে স্টেডিয়ামে। ঘরে বসে যারা খেলা দেখি তাদের সবার টিভিতে থাকবে একটা করে ক্ল্যাপিং সেন্সর আর শাউটিং সেন্সর। সেখান থেকে প্রতি বাসার হাততালি আর উল্লাসের চিৎকারগুলো কাউন্ট হয়ে সামহাউ পৌঁছে যাবে মাঠে। প্রতিটা ছক্কা-চার আর উইকেট তুলে নেয়ার পর স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রীণে ভেসে উঠবে – 100000 Peoples have just clapped their hands for this shot/wicket. কিংবা এইমাত্র আপনার ছক্কাটির জন্য পনের কোটি বাইশ লাখ কণ্ঠ বলে উঠেছে - সাব্বাশ বেটা, সাব্বাশ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।