আমাদের কথা খুঁজে নিন

   

ধরণী দেখে যাও ইতিহাস এর স্বপ্নভঙ্গ

হতাশ আমি অবশেষ এ একটি রায় পেলাম কিন্তু এটা রায় ছিল নাকি আপোষ ছিল আমি বুঝলাম না! কারন একজন মানুষ যিনি বাংলাদেশ সৃষ্টি এর সবচেয়ে বড় বাঁধা ছিলেন তাকে দেওয়া হল ৯০ বছর কারাদণ্ড। তাও বয়স বিবেচনা করে আমি হতাশ কারন আমি দেখেছি মুক্তিযোদ্ধা এর চোখের অশ্রু! এই দিন দেখার জন্য তারা দেশটি স্বাধীন করেন নি! তারা তো দেশের কাছে কিছু চায়নি! তারা যুদ্ধের সময় ও নিজের জীবন এর দিকে বিন্দুমাত্র তাকাননি তারা শুধু চেয়েছিলেন এই যুদ্ধঅপরাধীরা যেন তাদের উপযুক্ত শাস্তি পায়! আচ্ছা আমি ধরে নিলাম বিচার বিভাগ এর উপর সরকার এর কোনো হস্তক্ষেপ নেই! কিন্তু মাননীয় বিচারপতি কেন বয়সের দিক বিবেচনা করলেন? তিনি কি তার সুস্থ মস্তিষ্কে এই জিনিসটি নেস্ত করেন নি? যে বিচার ৪০ বছর বয়সের গোলাম আজম এর হচ্ছে ৯২ বছর এর বৃদ্ধ এর নয়! তিনি যদি অপরাধ করার সময় বয়স বিবেচনা না করে নারী পুরুষ সকলকে হত্যা ধর্ষণ ও পৈশাচিক কর্মকাণ্ড করেছেন বা নির্দেশ দিয়েছেন তাহলে কেন আপনি উনার মতো নরপিশাচ এর বিচার এর সময় বয়স দেখলেন! তাহলে তো আমি বলব আপনি উনার বয়স এ দেখেছেন। উনার অপরাধ দেখেন নি। তবে কেন এত তদন্ত? কেন এত সরকারী খরচে আইনজীবী নিয়োগ? গ্রেপ্তার করার পর সোজা রায় দিলেই পারতেন যে উনি বয়স্ক তাই তিনি বিচার এর আওতামুক্ত। এই রায় এর কোনো আইনগত যুক্তি নেই কারন যদি আন্তর্জাতিক আইন মেনে করা হয় বিষয়টি তবে আন্তর্জাতিক যুদ্ধঅপরাধ এর আইনের ক্ষেত্রে কোনো দেশে বয়স কে বিবেচনা করা হয় না! যদি নাৎসি বাহিনীর বিচার বিদেশে সম্ভব তবে রাজাকার দের ও সম্ভব! আমি হতাশ কারন সরকার বলে এই রায় এ তারা সন্তুষ্ট! কেন? যাতে পরবর্তী সরকার এসে এই পাপি কে ছাড়াতে পারে তাই?? যদি গোলাম আজম এর ফাঁসি না হয় তবে পূর্বের সকল ফাঁসি উথিয়ে নেওয়া হোক কারন অন্তত তারা গোলাম আজম থেকে ভালো ছিল এটা আমি Challenge দিয়ে বলতে পারবো! চিৎকার করছে মুক্তিযোদ্ধা দের আত্মা তরুন প্রজন্ম টা শুনছে তারা বলছে আমাদের মৃত্যু বৃথা আমাদের জীবন ফিরিয়ে দাও যেন আমরা এই কলংকময়ি জাতিকে অন্তত বাঁচানোর সংগ্রাম এ আবার নামতে পারি! মুক্তিযোদ্ধারা কাঁদছে, কাঁদছে প্রকৃত বাঙ্গালী! অপরাধ প্রমান মানেই ফাঁসি কোনো বিবেচনা চাই না আমরা! কারন তারা অপরাধ করার সময় বিবেচনা করে নি তারা চায় নি বাংলাদেশ সৃষ্টি হোক! আমি মুক্তিযোদ্ধা দের নিকট মাফ চাইছি বাঙ্গালী হয়ে! আমায় ক্ষমা করো তরুন প্রজন্ম তোমাদের আশা পুরন করবে শুধু আর একটু অপেক্ষা নতুন প্রভাত তোমরা দেখবে! আমি মাফ চাই কারন তোমরা কষ্ট পেয়েছ আমি মাফ চাই কারন আজ ও দেশে রাজাকার রা মনের আনন্দে ঘুরছে এবং আমরা চেয়ে ও কিছু করতে পারছি না! আমি তরুন প্রজন্মের একজন হয়ে এই রায় কে ধিক্কার জানাচ্ছি! যুদ্ধঅপরাধীদের ফাঁসি চাই অন্যথায় তাদের ছেঁড়ে দিন জাতি ও মুক্তিযোদ্ধাদের মিথ্যে আশা দিয়ে দয়া করে আশাহত করবেন না! গোলাম আজমসহ সকল রাজাকার এর ফাঁসি চাই কারন বাংলার মাতি তে এই রাজাকার দের ঠাই নেই! এই বাংলা আমার এই বাংলা সবার রাজাকার দের নয়! ইতিহাস ও বর্তমান আজ ও কলঙ্কিত রয়ে গেলো! পরিবর্তন হয়তো সন্নিকটে! জয় বাংলা জয় জনতা...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।