রাজশাহীর মানুষ মাছধরার পাগল। প্রায় প্রতিটা সাপ্তাহিক ছুটি কিংবা বিশেষ ছুটির দিন দেখা যাবে মোটর বাইকের পেছনে মাছধরার সাজ-সরঞ্জাম নিয়ে ছুটছে সবাই। লক্ষ্য কোন পুকুর। ছুটির দিনটা কাটবে ছিপ হাতে জলের কাছে বসে, প্রকৃতির একেবারে কোলের মধ্যে। এখন শহরের ভেতর পুকুরের সংখ্যা গেছে কমে তাই যেতে হয় একটু দূরে, শহরের বাইরে।
ছোটবেলায় দেখতাম মাছধরার আয়োজন হতো শহরের মধ্যেই নানান পুকুরে। কত অজস্র পুকুর ছিল এক সময়। মাদ্রাসা মাঠের পেছনের বড়পুকুরে টিকেট কেটে মাছ ধরার আয়োজন হতে দেখতাম প্রায়ই। কেমন একটা উৎসব উৎসব সাড়া পড়ে যেত সে সময়। আমাদের চাচা-মামাদের দেখতাম ইয়া বড় বড় ছিপ, বড়শি বের করে মাছ ধরার প্রস্তুতি নিতে।
তৈরী করা হতো মাছের চার, মাছদের ভুলিয়ে বড়শির কাছে আনতে। সেই চারের মিষ্টি গন্ধের ভেতর মাছ শিকারের উৎসব আরো মোহনীয় হয়ে উঠতো সে সময়। এক সময় প্রায় বাড়িতেই দেখতাম ছিপ, আধুনিক হুইল আর মাছ তোলার নেট ঘরের কোনে। এই সরঞ্জাম গুলো তৈরীই থাকতো যেন সব সময়, যাতে যে কোন অবসরে বেরিয়ে পড়া যায়। অনেকে এখন পরিবারের সদস্য ও বন্ধু-বান্ধব নিয়ে শহর থেকে খানিক দুরে মাছ ধরার উপলক্ষ্যে একটা ভালো আনন্দময় দিনও কাটিয়ে আসেন ছুটিছাটায়।
সময়ের সাথে সাথে মাছধরার সংস্কৃতিটা রাজশাহীর প্রাণের সাথেই একাত্ম হয়ে গেছে। সংগ্রহ : ফেইসবুক হতে
কিছু মাছ শিকারের ছবি লিংক :
Click This Link
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।