saving the world by sleeping অনেক তো হইল । আর কত ? ধৈর্যেরও তো একটা সীমা আছে । এত বান্দর নাচ নাইচে কি হইল !! এখন তো নিজের মনে হইতেছে এতদিন ধইরে নিজের লেজটাই কাটছি । আসেন এখন সব আল্লাহর উপর ছাইড়ে দিয়ে নাকে তেল দিয়ে ঘুমাই । আর কিছু কইরে কাম নাই । নিজেরে এখন স্বান্তনা দিতেছি পাংখা দিয়ে । যা হবে আখেরাতে হবে । দুনিয়াতে মনে হয় এর বিচার নাই । কিন্তু ঐখানে গিয়েও যদি দেখি বেহেস্তের লাইনে ওরাই আগে গিয়ে দাড়াইছে !!!! তার চাইতে আসেন এখন গলাবাজি না কইরে ঘুম দেই ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।