আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমের আগে

এমন প্রতিভা-প্রতারণা আমাদের রক্তোচ্ছাস নাকি প্যারাডক্স-প্রণয় আমাকে দিয়েছো চিরবিষাদ আর স্বপ্ন-সীমানা পরনির্ভরতা কাটে না, দেখি, দীর্ঘ বিষাদেও চটি ফেলে এ-পথে ও-পথে হাঁটি ধূলোয় পাগুলো ভরে ওঠে দেখি পিপাসার এমন নগ্নরঙ প্রার্থনার এমন ন্যাংটো পরাজয় আবার বীজের ভেতর গিয়ে ঘুমিয়ে পরবে ফুল স্বপ্নে তবু হেসে ওঠা হবে না আমার অপ্রিয় পরাগের আঘাতে ঘুম ফেটে গিয়েছিলো তার আমার পরাগও বেপথু হয়েছে খুব এমন নিলাজ হয়ে কী চাই আমি মনে হলো সমস্ত ফুলের জয় হলো আমাকে ছাড়া কেন যে ভাবি একটা ফুল তবু আমাকে চায় আর বীজের ভেতর গিয়ে অনিচ্ছুক নিষেক শেষে পূর্বাপর বিষাদে ঘুমায় ভাবি অচেনা পরাগের কত বিষণ্ন বিস্ফোরণ আজও ঐ বিবর্ণ আত্মায় বীজে যার স্মৃতিচিহ্ন থাকবে না ০৬.০৯.২০১০

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।