আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমের সাথে



ঘুমের মাঝেই সেদিন ঘুমের সাথে কথা হচ্ছিল আমার। ঘুম নাকি সারারাত জেগে থাকে। সারারাত থাকে নাকি চোখের পাতার পাহারায়। ঘুম তার জীবদ্দশায় বহু মানুষের সাথে মিশেছে। এভাবে কারও সাথে তার যেমনি ঘটেছে সখ্যতা, তেমনি আবার বৈরীতাও।

এইতো কিছুদিন আগেই রাতের কাওরান বাজারের ফুটপাতে শোয়া এক খেটে খাওয়া দিন মজুরের চোখের উপর সে গিয়ে বসলো। ওমনি এক নিবিড় প্রশান্তিতে বুজে গেলো মজুরের চোখ। ঘুমের সাথে লোকটির সখ্যতা এমন পর্যায়ে পৌঁছালো যে সকালের জাগরণী রোদ প্রহরী ঘুমকে তার চোখের আসন থেকে উত্‍খাত করার পরও লোকটি ঘুমাচ্ছিল। কিন্তু যেসব মানুষের স্থান আকাশের খুব কাছকাছি তাদের অধিকাংশের সাথেই নাকি ঘুমের খুব একটা জমে না। কে জানে? ঘুমের সাথে এই বৈরীতা আকাশের, নাকি আকাশের কাছাকাছি বসবাস করা মানুষের।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।