আমার ব্যক্তিগত ব্লগ
ঘুমের যে কত বিচিত্র স্টাইল হতে পারে একটু খেয়াল করলেই আসে পাশেই দেখতে পাবেন। অনেক আগে পত্রিকায় কার্টুনে অনেক রকম ঘুমের স্টাইল দেখেছিলাম। যেটা মনে গেথে আছে সেটা হলো প্রতিবাদী যুবকের স্টাইল। এরা কোমর থেকে শরীরের উপরের অংশ মেঝেতে রাখে আর বাকি অংশ খাটের উপরে রেখে ঘুমায়। মানে মাথা মেঝেতে আর পা খাটে।
আমার এক বোনকে প্রায়ই সকালে মেঝেতে পাওয়া যেত। অবশ্য ওর খাটটাও বেশ ছোট ছিল। বড় বোন কোল বালিশ ছাড়া ঘুমাতে পারে না। আমি মাথার উপর কাপড় রেখে ঘুমাই। ছোট বোন রাখে বালিশ।
বাসার বিড়ালরাও (অতীত-বর্তমান সবগুলোর কথা বলছি) ঘুমানোর জন্য অদ্ভুত অদ্ভুত জায়গায় আবিস্কার করে। একজন ঘুমাতো মশারীর উপর চিত হয়ে, একজন ঘুমায় আলমারির উপর সুটকেসেরউপর, একজন ঘুমাতো ফুলের টবে। একদম গোল হয়ে টবের গাছ ঘিরে।
বি: দ্র: ছবিটা ব্লগার পুরাতন দিয়েছেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।