নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন
আমি এখন যে খবরটি আপনাদেরকে শোনাবো তার জন্য আমার মনে হয় আপনারা মোটেও প্রস্তুত নন । আমি নিজেও প্রস্তুত ছিলাম না । এটা কি যেনতেন খবর ? যার দাপটে চরম ক্ষমতাধর আমেরিকা যুক্তরাষ্ট্রও পর্যন্ত ভিত-সন্ত্রস্ত থাকতো , দুঃস্বপ্নের মাঝে রাত কাটাতেন সেখানকার মানুষ আর ভাবতেন এই বুঝি আরেকটি সন্ত্রাসী হামলা চালান হল , সেই লাদেন নাকি মরেন নি ।
কি ? বিশ্বাস হচ্ছেনা ? আমারও হচ্ছেনা । যাকে মেরে ফেলার কৃতিত্ব নিজের কাঁধে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শান্তিতে নিদ্রা যাচ্ছেন আর পরবর্তী মেয়াদে ক্ষমতায় যাওয়ার প্রহর গুনছেন , আজ বোধহয় তার সবটাই বৃথা গেলো ।
কত যুদ্ধ,কত রক্তপাত হল যাকে মারতে , সেই লাদেন মরেনি !
হা, এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে আত্মঘাতী বোমা হামলার চেষ্টাকারী নাইজেরিয়ান যুবক ওমর ফারুক আবদুলমোতাল্লাব (২৪) , তিনি নিজেকে আল-কায়েদার সদস্য বলে দাবি করেন ।
ফক্স নিউজ এর তথ্য অনুযায়ী , এ ঘটনায় করা মামলার জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বঘোষিত আল-কায়েদার সদস্য ওমর ফারুক আবদুলমোতাল্লাব চিৎকার করে বলেন ,
“ ওসামা জীবিত আছেন,আল্লাহ মহান । ”
তিনি আরও বলেন , “পবিত্র কোরআনই আমার কর্তব্য নির্ধারণ করেছে । আমাকে ধর্মকর্ম করার পথ দেখিয়ে দিয়েছে” ।
এসময়ে যুক্তরাষ্ট্রের নিয়মে বিচার তিনি মানেন না বলেও জানান ।
ওমর ফারুক আবদুলমোতাল্লাব ঠিক বলেছেন কিনা জানিনা । কিন্তু তার কোথায় যে গোয়েন্দাদের ঘুম হারাম হয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখেনা ।
খবর সুত্রঃ এ,এফ,পি ; প্রথম আলো
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।