আমাদের কথা খুঁজে নিন

   

ওবামা > ওসামা > পায়জামা

আমার লেখায় আমি

ওবামা আমরিকার নির্বাচনে ওবামা ভাইজান জয়লাভ করেছেন । এই নিয়ে এখন আমার চারপাশের মানুষের খুশির সীমা নাই । অফিসের লোকজন সব ভিড় করে টি ভি তে ওবামার বিজয় মিছিল দেখছেন । কেউ কেউ আবার মিষ্টি বিতরনের কথাও বললেন । আমার কাছে পুরো বেপারটা বিদেশী দুইটা দলের খেলা দেখার মতো লাগে ।

তাই আমিও ভিড়ের মধ্যে একটু ভিড়ে গেলাম । টি ভি দেখার জন্য না, মানুষ গুলার এক্সপ্রেশন দেখার জন্য । একজন বললেন, "যাক আমেরিকা একজন যোগ্য নেতা পেলো । " আমি খুবই বেরসিকের মতো ভাবলাম, তাতে আমার কি? ওসামা ওবামা ভাইজানের সাথে ওসামা চাচুর শুধু নামের মধ্যে একটা ছন্দগত মিল ছাড়া আর কোন মিল নেই । তবু যখন কল্পনা করলাম সামনের দিনগুলোতে এই দুটো লোক হয়তো আবারো মুখোমুখি হবে ।

কে কার চেয়ে বড় , ওবামা > ওসামা নাকি ওসামা > ওবামা এটা নিয়ে দুনিয়া তোলপার করবে, তখন মনে হলো তাইলে আর নতুন কি হলো ? পায়জামা ওবামার বিজয় ভাসন এখনো শুনিনি আমি । মেকেইন এর পরাজয় ভাসনটা শুনেছি । কেন জানি আমার কাছে মনে হলো লোকটা খুব সুন্দর করে পরাজয়টা মেনে নিল । সাহস করে বলতে পারলো "যে লোকটা এতদিন আমার প্রতিদন্দি ছিল, সেই লোকটা এখন আমার প্রেসিডেন্ট । আমার কাছে এইটাই মুখ্য ।

এই পরাজয় আপনাদের না, এটা একান্তই আমার নিজস্ব পরাজয় । " আমাদের নিজেদের নিবার্চন কয়দিন পরে । কেউ পরাজিত হবে আর সেটা ঐতিহ্য অনুসারে কখনোই স্বিকার করবে না । আমাদের যে আসলে উৎস একটাই, আমরা যে সবাই বাংলাদেশী, এটা ভুলে গিয়ে সহযোগিতার বদলে দুইটা ভিন্ন রাজনৈতিক মতধারায় সবাই দুই দিকে চলে যাবে । আর আমরা সারাজীবন পায়জামাই থেকে যাব ...


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।